ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা সিরিজ

ছয় ছক্কার ক্লাবে পোলার্ডকে স্বাগতম জানালেন যুবরাজ-গিবস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:59 বৃহস্পতিবার, 04 মার্চ, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৬ বলে ৬ টি ছক্কা হাঁকিয়েছেন কাইরন পোলার্ড। আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় এবং টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে অনন্য এই রেকর্ডে নাম লিখিয়েছেন এই ক্যারিবীয় ব্যাটসম্যান।

প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট এক ওভারে ৬টি ছক্কা হাঁকানোর কৃতিত্ব দেখিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান হার্শেল গিবস। ২০০৭ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে এমন কৃর্তি গড়েছিলেন তিনি।

একই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় বারের মতো ৬টি ছয়ের মার দেখেছিল ক্রিকেট বিশ্ব। স্টুয়ার্ট ব্রডের এক ওভারে যা করেছিলেন ভারতের যুবরাজ সিং। তারপর টি-টোয়েন্টি ক্রিকেটে পোলার্ডই দ্বিতীয়।

১৪ বছর পর ক্যারিবীয়ান ব্যাটসম্যানের পোলার্ডের এই ধরণের কৃতিত্ব দেখানোয়, তাকে ছয় ছক্কার এলিট ক্লাবে স্বাগতম জানিয়েছেন যুবরাজ এবং গিবস। টুইটারে যুবরাজ লিখেন, 'কাইরন পোলার্ড ছয় ছক্কার ক্লাবে স্বাগতম। তুমি অসাধারণ।'

নিজের টুইটার অ্যাকান্টারে টুইট করেছেন গিবসও। যেখানে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সকে বিশেষভাবে নজরে এনেছেন। কেননা আইপিএলের এই দলটির হয়ে খেলেছিলেন তিনি এবং যুবরাজ।
আর পোলার্ড বর্তমানে মুম্বাইয়ের অন্যতম সদস্য।

এ কারণে তিনি টুইটারে লেখেন, 'ক্রম অনুসারে ১,২,৩। আন্তর্জাতিক ক্রিকেটে ৬টি ছয় হাঁকানো প্রথম তিন ব্যাটসম্যানই মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিনিধিত্ব করেছেও। পোলার্ড তোমাকে স্বাগতম।'