পিএসএল

পিএসএলে আরও তিনজন করোনা আক্রান্ত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:12 বৃহস্পতিবার, 04 মার্চ, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

করোনা যেন পিছুই ছাড়ছে না পাকিস্তান সুপার লিগের (পিএসএল)। একের পর এক ক্রিকেটারের করোনা আক্রান্ত হওয়ার খবরে শঙ্কায় পড়েছে পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটি। যার শুরুটা হয়েছিল ফাওয়াদ আহমেদকে দিয়ে। অস্ট্রেলিয়ার এই স্পিনারের পর তৃতীয় ধাপে আরও তিনজন আক্রান্ত হয়েছেন।

এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, বুধবার (৩ মার্চ) অনুষ্ঠিত করাচি কিংস-পেশোয়ার জালমি এবং কোয়েটা গ্লাডিয়েটর্স-মুলতান সুলতানসের ম্যাচে তাঁরা কেউ অংশ নেননি। তবে এই তিন জনের নামও প্রকাশ করেনি তাঁরা।

আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে এই তিনজনের মাঝে একজন টম ব্যান্টন। ২২ ফেব্রুয়ারির পর কোয়েটার হয়ে আর কোনো ম্যাচ খেলতে দেখা যায়নি ইংল্যান্ডের এই ডানহাতি ব্যাটসম্যানকে।

এদিকে করাচি নিশ্চিত করেছে যে এই তিনজনের মাঝে তাঁদের স্কোয়াডেরও একজন রয়েছে। ফিল্ডিং কোচ কামরান খান করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দলটি। আর একজনের নাম অবশ্য জানা যায়নি। করোনার ইতিবাচক ফল আসায় তাঁরা আলাদাভাবে ১০ দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন।

এর আগে স্পিনার ফাওয়াদ করোনা আক্রান্ত হওয়ায় ইসলামাবাদ ইউনাইটেড এবং কোয়েটার ম্যাচ স্থগিত করা হয়েছিল। করোনায় আক্রান্ত হওয়া পর ফাওয়াদকে পাঠানো হয়েছিল কোয়ারেন্টাইনে। এরই মধ্যে ইসলামাবাদের সব ক্রিকেটারেরও করোনা পরীক্ষা করা হয়েছে। যদিও তাদের ফল নেগেটিভ এসেছে।

এরপর করোনা পরীক্ষা করা হয় কোয়েটার সব ক্রিকেটারেরও। ধারণা করা হয়েছে, এই দলেরই একজন সাপোর্টিং স্টাফ এবং দুই বিদেশি ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও এই প্রসঙ্গে এখনও কোনো বিবৃতি প্রকাশ করেনি পিএসএল কতৃপক্ষ।