নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজ

সিরিজের মাঝ পথে ছিটকে গেলেন স্যান্টনার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:32 বুধবার, 03 মার্চ, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির আগে নিউজিল্যান্ড দল থেকে ছিটকে গেছেন স্পিনার মিচেল স্যান্টনার। মূলত করোনা ভাইরাসের উপসর্গ থাকায় তাঁকে বিশ্রাম দেয়া হয়েছে।

নিউজিল্যান্ড এক বিবৃতিতে জানিয়েছেন, তাঁকে স্বেচ্ছা আইসোলেশনে পাঠানো হয়েছে। এরপর তাঁর করোনা পরীক্ষা করা হবে। স্যান্টনারের বিকল্প হিসেবে অ্যাডাম মিলনে নিউজিল্যান্ড দলের সঙ্গে যোগ দেবেন।

এমনটাই জানিয়েছে ক্রিকেট নিউজিল্যান্ড।  অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ছিলেন না স্যান্টনার। দ্বিতীয় ম্যাচে ফিরেই বল হাতে ঝলক দেখিয়েছেন তিনি। সেই ম্যাচে ৩১ রানে ৪ উইকেট শিকার করেছিলেন তিনি। 

নিউজিল্যান্ডও জয় পেয়েছিল ৪ রানের ব্যবধানে। এই জয়ের ফলে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে কিউইরা। সিরিজের শেষ ম্যাচটি বে ওভালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

যদিও করোনা সংক্রমণের কারণে ম্যাচটি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ওয়েলিংটনে। এর ফলে সিরিজের শেষ তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে।