আইপিএল

স্টেইনকে জবাব দিলেন রাহানে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:15 বুধবার, 03 মার্চ, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের নিলামে ছিলেন না ডেল স্টেইন। যদিও গত আসরে তাঁর পারফরম্যান্স দেখার পর কোনো দল তাঁর প্রতি আগ্রহ দেখাতো কিনা সেটাও আলোচনার বিষয়। এই প্রোটিয়া পেসার এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)।

এরই মধ্যে তিনি আইপিএল নিয়ে বিরূপ মন্তব্য করে আলোচনায় এসেছেন। তিনি মনে করেন আইপিএলে খেলার চেয়ে টাকার অঙ্কের জোর বেশি। আইপিএলের চেয়ে তিনি পিএসএল আর এলপিএল খেলার জন্য বেশি আগ্রহ পান বলে জানিয়েছেন।

স্টেইনের এমন মন্তব্যের জবাব দিয়েছেন ভারতীয় ক্রিকেটার আজিঙ্কা রাহানে। তিনি মনে করেন আইপিএল ভারতীয় এবং বিদেশি ক্রিকেটারদের বিকশিত হওয়ার সুযোগ করে দিয়েছে। যদিও তিনি টেস্ট ম্যাচ নিয়ে কথা বলতে এসেছেন বলে এই বিষয়ে মন্তব্য করতে চাননি।

রাহানে বলেন, 'দেখুন, আমি এখানে চতুর্থ টেস্ট ম্যাচ নিয়ে কথা বলতে এসেছি এবং এখানে পিএসএল অথবা শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ নিয়ে কথা বলতে আসিনি। আইপিএল আমাদের বিকশিত হওয়ার প্ল্যাটফর্ম করে দিয়েছে, শুধু ভারতীয় ক্রিকেটারদেরই না বিদেশি ক্রিকেটারদেরও। আমি নিশ্চিত না স্টেইন কি বলেছেন, আমি এখানে টেস্ট ম্যাচ নিয়ে কথা বলতে এসেছি।'

এর আগে স্টেইন আইপিএল এর চেয়ে পিএসএলে ক্রিকেটকে বেশি গুরুত্ব দেয়া হয় বলে মন্তব্য করেছেন। স্টেইন বলেন, ‘আপনি যখন পিএসএল বা শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে খেলেন, সেখানে ক্রিকেটেই গুরুত্ব থাকে। আমি এখানে মাত্র কয়েক দিন হলো এসেছি। এখন পর্যন্ত অনেকেই আমার রুমে এসেছে। তারা শুধু জানতে চেয়েছে, আমি কোথায় খেলেছি এত দিন এবং কীভাবে খেলেছি।'

'অথচ আইপিএলে যখন খেলতে যাই, এসব মানুষ ভুলেই যায়। সেখানে মূল আলোচনাই হলো আইপিএলের জন্য কত অর্থ পাচ্ছেন আপনি। আমি একদম কঠিন সত্য বলছি। আমি এ থেকে দূরে থাকতে চেয়েছি। আমি বরং খেলায় মন দিতে চেয়েছি এবং সেসব ক্রিকেট দল ও টুর্নামেন্টকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি, যারা এর যোগ্য বলে মনে করি আমি।’