ভারতীয় ক্রিকেট

'দুর্ঘটনাবশত ক্রিকেটার হয়ে গেছি’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:39 রবিবার, 28 ফেব্রুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অনিল কুম্বলে, হরভজন সিংদের পর ভারতের স্পিন ইউনিটের রাজত্ব করছেন রবিচন্দ্রন অশ্বিন। সময়ে পালাক্রমে হয়ে উঠেছেন কিংবদন্তি ক্রিকেটার। সদ্য সমাপ্ত আহমেদাবাদ টেস্টে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে কিংবদন্তির তকমাটা আরও ভারি করলেন তিনি। সাদা পোশাকে শ্রীলঙ্কার কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের পর অশ্বিনই দ্রুততম হিসেবে এমন কীর্তি গড়েছেন।

ভারতের বিরাট কোহলি কিংবা ক্রিকেট সমর্থক, বিশ্লেষক যাকে কিংবদন্তি হিসেবে ডাকেন সেই অশ্বিনই কিনা ক্রিকেটার হয়েছেন দুর্ঘটনাবশত। সম্প্রতি বিসিসিআই টিভির সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি আসলে একজন ক্রিকেট সমর্থক কিন্তু দুর্ঘটনাবশত ক্রিকেটার হয়েছেন।

এ প্রসঙ্গে অশ্বিন বলেন, 'দুর্ঘটনাবশত আমি ক্রিকেটার হয়ে গেছি। আমি আসলে একজন ক্রিকেটপ্রেমী, যে কিনা ক্রিকেটার হয়ে গেছে। আমি এখানে আমার স্বপ্নে বসবাস করছি। কখনও কল্পনাও করিনি যে, আমি একদিন ভারতীয় জার্সি পরব এবং জাতীয় দলের হয়ে খেলব।'

ভারতের হয়ে খেলতে পারায় নিজেকে সৌভাগ্যবান মানছেন তিনি। তিনি কতটা সৌভাগ্যবান সেটা অনুধাবন করেছেন করোনার লকডাউনের সময়। অস্ট্রেলিয়ার মাটিতে দারুণ পারফরম্যান্স করা তো দুরের কথা সেখানে খেলতে পারবেন এটাও ভাবেননি তিনি। ক্রিকেট তাঁকে যথেষ্ট দিয়েছেন বলে জানান তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিবার একটি ম্যাচ শেষে এবং যদি দলকে জয় এনে দিতে পারি তখন নিজেকে আশীর্বাদপ্রাপ্ত মনে হতো। কিন্তু কভিডকালে আমি অনুধাবন করতে সক্ষম হই যে, ভারতের হয়ে খেলতে পারাটা আমার জন্য কতটা সৌভাগ্যের ব্যাপার। এমনকি আইপিএলের পরও আমি চিন্তা করতে পারিনি যে, অস্ট্রেলিয়া গিয়ে খেলতে পারব। কাজেই আমি যেটা বলতে চাই, সবকিছুই আসলে একটা উপহার। ভালোবেসে যে খেলাটা আমি খেলছি, সেটা আমাকে যথেষ্ট দিয়েছে।’

জোফরা আর্চারকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান অশ্বিন। আর তাতেই ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘স্ক্রিনে ৪০০ উইকেট ভেসে উঠল তখন পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে গেছে, সবাই তালি দিচ্ছে। কিন্তু তাদের অভিনন্দনের জবাব দিতে আমরা একটা আঙুল পর্যন্ত উঠছিল না। গত তিন মাস আমি আসলে রূপকথার মধ্য দিয়ে যাচ্ছি।’