পিএসএল

রশিদের বদলি লামিচানে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:01 শনিবার, 27 ফেব্রুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় দলের হয়ে খেলতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মাঝ পথেই আরব আমিরাতে ফিরে গেছেন রশিদ খান। পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবারের মতো অংশ নিয়ে লাহোর কালান্দার্সের হয়ে মাত্র দুই ম্যাচ মাঠে নেমেছেন তিনি।

দুটি ম্যাচেই ব্যাটে-বলে পারফর্ম করেছেন তিনি। শুক্রবার তাঁকে ছাড়া প্রথমবার খেলতে নেমেই এবারের আসরের প্রথম পরাজয়ের মুখ দেখে দলটি। তাই দ্রুত রশিদের শূন্যতা পূরণ করার বিকল্প ছিলনা লাহোর কালান্দার্সের হাতে। লেগস্পিনারের শূন্যতা লেগস্পিনার দিয়েই পূরণ করলো তাঁরা।

রশিদের স্থলাভিষিক্ত হলেন নেপালের স্পিনার সন্দিপ লামিচানে। এই নিয়ে দ্বিতীয়বারের মতো পিএসএলে দেখা যাবে তাঁকে। পিএসএলের এবারের আসরে প্লেয়ার ড্রাফটে প্লাটিনাম গ্রুপে ছিলেন লামিচানে। তবে নিলামে তাঁর প্রতি আগ্রহ দেখায়নি কোন দল।

রশিদ পিএসএল ছাড়ায় কপাল খুলেছে এই স্পিনারের। এর আগে একই দলের হয়ে ২০১৯ সালে খেলেছিলেন লামিচানে। ৭ ম্যাচে ১৭.১৮ গড়ে ১১ উইকেট নিয়ে উইকেট সংগ্রাহকের তালিকায় যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি। ২০ বছর বয়সী এ তারকা ক্রিকেটার এখন পর্যন্ত বিশ্বের ৭টি ফ্র‍্যাঞ্চাইজি লিগে খেলেছেন।

সম্প্রতি অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলেছেন লামিচানে। বিগ ব্যাশ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ এবং ভারতের আইপিএলে এখন পর্যন্ত একমাত্র নেপালি ক্রিকেটার হিসেবে খেলেছেন এই লেগস্পিনার।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটেও লামিচানের পরিসংখ্যান দুর্দান্ত। এখন পর্যন্ত ২১ টি-টোয়েন্টি ম্যাচ খেলা এই লেগ স্পিনারের শিকার করা উইকেটের সংখ্যা ৩৪ টি। ওভারপ্রতি সাড়ে ৬ রান দিয়ে উইকেট পেয়েছেন প্রতি ১৪ রানের বিনিময়ে।