পিএসএল

পিএসএলের প্লে অফে উপস্থিত থাকবেন শতভাগ দর্শক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:10 বৃহস্পতিবার, 25 ফেব্রুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

করোনা মহামারীর মধ্যেই বিভিন্ন বিধি-নিষেধ মেনেই পর্দা উঠেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসরের। এবারের আসরের শুরুতে মাঠে সর্বোচ্চ ২০ শতাংশ দর্শক প্রবেশের নিয়ম বেঁধে দিয়েছিল দেশটির করোনা নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল কমান্ড এন্ড অপারেসন্স সেন্টার (এনসিওসি)।

যদিও, পিএসএল শুরুর এক সপ্তাহের মধ্যেই সুখবর পাচ্ছে দেশটির ক্রিকেট দর্শকরা। দেশটির করোনা পরিস্থিতির উন্নতি ঘটায় পূর্বের সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সংস্থাটি। গত বুধবার এনসিওসি’র দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এখন থেকে ৫০ শতাংশ দর্শক মাঠে প্রবেশের অনুমতি পাবে পিসিবি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রুপ পর্বের ম্যাচগুলোতে দর্শক উপস্থিতির সংখ্যা ২০ শতাংশ থেকে ৫০ শতাংশে বৃদ্ধি করা হয়েছে। আর প্লে অফের ম্যাচগুলোতে মাঠে শতভাগ দর্শক প্রবেশ করতে পারবে। তবে এসবকিছুই হবে দর্শকদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে এবং করোনা সংক্রান্ত সকল নিয়ম-কানুন শক্তভাবে মেনে।

শুক্রবার থেকেই বাড়তি দর্শক মাঠে প্রবেশ করতে পারবে বলে আশাবাদী পিসিবি। যদিও নতুন এই নিয়ম সম্পর্কে এখনো কিছু পদক্ষেপ নেয়া বাকি রয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলে হয়েছে, ‘আমরা আগামী শুক্রবার থেকে পিএসএলে এই পদ্ধতি প্রয়োগের চেষ্টা করবো। তবে আমাদের বিভিন্ন দিক দেখতে হবে এবং তাত্ক্ষণিকভাবে টিকিট বিক্রি এবং অন্যান্য প্রোটোকল সম্পর্কিত পদ্ধতিগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।’

৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেয়ার অর্থ এখন থেকে পিএসএলের যে ম্যাচগুলো করাচিতে অনুষ্ঠিত হবে তাতে ১৫ হাজার এবং লাহোরের ম্যাচগুলোতে ১১ হাজার দর্শক মাঠে বসে সরাসরি খেলা দেখতে পারবে।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি করাচিতে পর্দা উঠেছে পিএসএলের এবারের আসরের। ৬ দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের এবারের আসরে খেলছেনা কোন বাংলাদেশি ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২২ মার্চ।