আইসিসি

বোলারদের ক্যাপ ধরতে মানা আম্পায়ারদের, বিস্মিত আফ্রিদি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:00 বুধবার, 24 ফেব্রুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

খেলোয়াড় ও ম্যাচের সংশ্লিষ্টদের জৈব সুরক্ষা বলয়ে রেখে করোনাকালীন ক্রিকেট ফেরানো হয়েছে। সেই সঙ্গে পর্যায়ক্রমে বেশ কিছু দেশে দর্শকও ফিরেছে। মাঠে খেলা ফেরানো হলেও করোনার বৈশ্বিক সংক্রমণের কারনে বেশ কিছু নিষেধাজ্ঞা দিয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যা বলবৎ রয়েছে এখনও।

যেখানে একটা নিয়ম ছিল ম্যাচ চলাকালীন ক্রিকেটারদের ব্যক্তিগত সরঞ্জাম (ক্যাপ, তোয়ালে, সানগ্লাস, সুয়েটার) অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে রাখা যাবে না। ক্রিকেটারদের ব্যক্তিগত সরঞ্জামের দায়িত্ব নিতে হবে দলের অন্য সদস্যদের। আইসিসি এখনও এই নিয়ম এখনও মেনে চলতে হচ্ছে। আর তা নিয়েই প্রশ্ন তুলেছেন শহীদ আফ্রিদি।

মাঠে ক্রিকেট ফেরানোর সময় আইসিসি তাদের গাইডলাইনে জানিয়েছিল, ক্রিকেটার এবং আম্পায়ারদের মাঠের মধ্যে সামাজিক দুরত্ব মেনে চলতে হবে। ক্যাপ, তোয়ালে, সানগ্লাস, জাম্পার এসব ক্রিকেটাররা কোনোভাবেই আম্পায়ারদের দায়িত্বে রাখতে পারবে না।

আম্পায়ারদের সঙ্গে একই জৈব সুরক্ষা বলয়ে থাকার পাশাপাশি ম্যাচ শেষে হাত মেলান ক্রিকেটাররা। তারপরও কেন ক্রিকেটারদের ক্যাপ রাখায় নিষেধাজ্ঞা তা জানতে চেয়েছেন মুলতান সুলতানসের হয়ে পিএসএলে খেলা এই ক্রিকেটার।

টুইটে আফ্রিদি লিখেছেন, ‘প্রিয় আইসিসি, আম্পায়ার, খেলোয়াড়/ পরিচালকরা একই জৈব সুরক্ষা বলয়ে থাকা এমনকি খেলা শেষে হাত মেলানোর পরও বোলারদের ক্যাপ ধরার অনুমতি নেই?

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানসের হয়ে খেলছেন আফ্রিদি। এবারের মৌসুমে এখন পর্যন্ত দুই ম্যাচ খেললেও জয় পায়নি তাঁর দল। তবে প্রথম ম্যাচে দলটির হয়ে দারুণ বোলিং করেছেন সাবেক এই অলরাউন্ডার।