পিএসএল

পিএসএলের দুই ম্যাচ খেলে ফিরে গেলেন গেইল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:47 মঙ্গলবার, 23 ফেব্রুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মাত্র দুটি ম্যাচ খেলেই ফিরে যাচ্ছেন ক্রিস গেইল। শ্রীলঙ্কা বিপক্ষে আন্তর্জাতিক সিরিজ খেলতে পাকিস্তান ত্যাগ করেছেন তিনি। পিএসএলের দল কোয়েটা গ্লাডিয়েটরসের হয়ে প্রথম দুটি ম্যাচ খেলেছিলেন এই ক্যারিবীয় ব্যাটিং দানব।

যদিও পিএসএলের শুরুর দুই ম্যাচ বাজেভাবে হেরেছে দলটি। তবে প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে লাহোর কালান্দার্সের বিপক্ষে দারুণ ব্যাট করেছিলেন গেইল। ঐ ম্যাচে ৪০ বলে ৬৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এ ছাড়া কোয়েটা প্রথম ম্যাচে করাচি কিংসের কাছে হেরে গিয়েছিল।

পুরো মৌসুম খেলতে না পারায় স্বভাবতই দুঃখ পেয়েছেন এই টি-টোয়েন্টির ফেরিওয়ালা। পিএসএলে গেইল ঝড় শুরু হওয়ার আগেই তার বিদায় নিঃসন্দেহে ভক্তদের মনেও আফসোস জাগাবে। যদিও টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে ফিরে এসে আবারো দলটির সঙ্গে যোগ দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন গেইল।

এ প্রসঙ্গে তিনি বলে, 'দুঃখের বিষয় যে আমাকে পিএসএল ছেড়ে যেতে হবে কারণ আমি পুরো মৌসুম খেলতে চেয়েছিলাম। আমি এখানে এসে পিএসএলে আধিপত্য বিস্তার করতে চেয়েছিলাম। আমি ভক্তদের উতসাহিত করতে কিছু দিতে চেয়েছিলাম। আমি দ্বিতীয় পর্বে আবারো লাহোরে আসার অপেক্ষায় রয়েছি।'

প্রথম দুই ম্যাচ হারায় টুর্নামেন্টের শুরুতেই বেশ হোঁচট খেয়েছে গেইলের দল। তবে আগামী ম্যাচ গুলোতে দারুণভাবে ঘুরে দাড়াবে কোয়েটা, এমনটাই বিশ্বাস এই উইন্ডিজ ব্যাটসম্যানের।

এ প্রসঙ্গে গেইল আরো বলেন, 'দুটি পরাজয় আমরা যা চেয়েছিলাম তা নয় ... তবে এটি টুর্নামেন্টের প্রথম পর্যায়। তাই আশা করছি আমরা নিজেরাই সেরাটা দিয়ে নিজেদের আবারো প্রত্যাবর্তন করাতে পারি। অবশ্যই এই দুটি খেলা ভুলে গিয়ে দারুণভাবে ফিরে আসতে পারি।'