বাংলাদেশ ক্রিকেট

বিশ্বকাপের প্রস্তুতি সারতেই সাকিবের বিরতি, বিশ্বাস সাবেক নির্বাচকের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:13 শুক্রবার, 19 ফেব্রুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম থেকে সাকিব আল হাসানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এখনও সূচি চূড়ান্ত না হলেও এপ্রিলের প্রথম সপ্তাহে মাঠে গড়ানোর কথা রয়েছে এবারের আসরের। সেই সময়টায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। যে কারণে সাকিবকে পুরো মৌসুম পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।

যদিও সেই শঙ্কা কেটে গেছে নাইটদের। আইপিএলের পুরো মৌসুমে খেলতে শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব। সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডারের এমন সিদ্ধান্তে অনেকেই প্রশ্ন তুলছেন দেশের প্রতি তাঁর ত্যাগ নিয়ে। তবে সাকিবের এমন সিদ্ধান্তে সমর্থন দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক নির্বাচক ফারুক আহমেদ। তিনি মনে করেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন সাকিব।

চলতি বছরের শেষ দিকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। যেখানে ভালো করতেই সাকিব এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন অনেকে। বিশ্বকাপের প্রস্তুতি সারতে সাকিব ছাড়াও নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বেশ কয়েকজন তারকা ক্রিকেটারই এই পথে হাঁটতে যাচ্ছেন। আইপিএলের পুরো মৌসুমে খেলাটা বিশ্বকাপে সাকিবকে সাহায্য করবে বলে বিশ্বাস সাবেক নির্বাচকের।

এ প্রসঙ্গে ফারুক বলেন, ‘সাকিব আমাদের জন্য একটা ব্র্যান্ড। দেখেন সে এক বছর খেলার বাইরে ছিল তাও ব্যাটিংয়ে কিছুটা অস্বস্তি দেখা গেলেও বোলিংয়ে কিন্তু সে সেরাটাই করেছে। গত আইপিএলে যখন সে ভালো খেলছিল না, অনেক ম্যাচে সুযোগও পাচ্ছিলনা এরপরও এসে বিশ্বাকাপে কি পারফর্মটা করলো। সেঞ্চুরি, উইকেট মানে সেরা পারফর্মার। সে অনেক কিছু করতে পারে। সে ক্ষেত্রে আমি মনে করি আইপিএলটা ওকে বিশ্বকাপের জন্য ভালো সাহায্য করতে পারে। একটা বা দুইটা খেলোয়াড় কিন্তু দলকে অনেক দূর টেনে নিতে পারে। তাই আমি আশা করি আইপিএল তাকে বিশ্বকাপের জন্য ভালোভাবে সাহায্য করতে পারে।’

শুধু শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেই নয়, সাকিবকে দেখা যাবে না নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতেই কিউই সফর থেকে ছুটি নিয়েছেন তিনি। তবে এই টাইগার অলরাউন্ডারকে নিউজিল্যান্ড সফরে খেলানো উচিত ছিল বলে মনে করেন ফারুক।

তিনি বলেন, ‘বোর্ড যদি চিন্তা করে থাকে সাকিবকে টেস্ট খেলাবে না যেহেতু এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি। আমার মনে হয় নিউজিল্যান্ডে ওকে আমাদের বেশি দরকার ছিল। যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। কোনভাবে যদি সে নিউজিল্যান্ড সফরটা করতে পারতো আমাদের দলের জন্য শক্তিমত্তা বৃদ্ধির দিক থেকে অনেক অনেক শক্ত হত। ফরম্যাটটা তাকে স্যুট করে। ওয়ানডে ও টি-টোয়েন্টি। যা তাকেও হেল্প করতো আইপিএলে।’

তিনি আরও বলেন, ‘আপনি বলতে পারেন দেশের স্বার্থে খেলতেছে না, বাইরে খেলছে। এটা অন্য একটা বিতর্ক। কিন্তু বোর্ড হয়তো অনেক কিছু চিন্তা করেছে। কেউ যদি মনযোগ দিয়ে খেলতে না চায়। দেখেন ও (সাকিব) যদি আইপিএল চুক্তি মিস করে মন খারাপ করে তখন কিন্তু পুরো খেলোয়াড় হিসেবে ওকে পাবে না। এটা হয়তো বোর্ড ভারসাম্য করার চেষ্টা করেছে। হয়তো ভেবেছে টেস্ট দুইটা না খেললেও চলবে। কিন্তু নিউজিল্যান্ডে আমি ওকে ব্যক্তিগতভাবে বেশি মিস করবো।’