চাইলে ছুটি পাবেন মুস্তাফিজও

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 14:47 শুক্রবার, 19 ফেব্রুয়ারি, 2021

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেয়েছেন বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। আগামী এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের।

আসন্ন এই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব। এই সিরিজ থেকে তাঁর নাম প্রত্যাহার করতে বোর্ডের কাছে আবেদন করেছিলেন তিনি। বোর্ড তাঁর আবেদন মঞ্জুর করেছে।

আইপিএলে দল পাওয়া আরেক ক্রিকেটার মুস্তাফিজ অবশ্য এখনও বোর্ডকে নিজের সিদ্ধান্তের কথা জানাননি। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, মুস্তাফিজ চাইলে তাঁকেও ছুটি দেয়া হবে। এখন থেকে কোনো ক্রিকেটারকেই জোর করে খেলানো হবে না। 

এ প্রসঙ্গে আকরাম বলেন, 'মুস্তাফিজ ছুটি চাইলে অবশ্যই তাঁকে দেয়া হবে। সে যেহেতু বাংলাদেশ দলের খেলোয়াড়, যেহেতু সাকিব পেয়েছে সেও পাবে। সে (সাকিব) আপাতত আমাদের চিঠি দিয়েছে টেস্টের ব্যাপারে। সেটা নিয়েই বোর্ড সিদ্ধান্ত নিয়েছে।'

বৃহস্পতিবার আইপিএলের নিলাম থেকে মুস্তাফিজকে ১ কোটি ভিত্তিমূল্যে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। আর ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নিয়েছে তাঁর পুরনো ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স।

সাকিবের ছুটি মঞ্জুর প্রসঙ্গে আকরাম বলেন, 'দুইদিন আগে সাকিব আমাদের একটি চিঠি দিয়েছে উল্লেখ্য করেছে যে সে আইপিএল খেলতে আগ্রহী। তাঁকে যেন আইপিএলে খেলতে দেয়া হয়। ওইসময় টেস্ট থাকবে। চিঠিটা দিয়েছে, আমরা বোর্ডে সিদ্ধান্ত নিলাম আমরা ছুটি দেব। কাউকে তো জোর করে খেলানো যায় না।'