পিএসএল

দেশের স্বার্থে শাহীন আফ্রিদিকে বিশ্রাম দেবে লাহোর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:51 মঙ্গলবার, 16 ফেব্রুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসর। যেখানে লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতাবেন পেসার শাহীন শাহ আফ্রিদি। তবে বাঁহাতি এই পেসারকে বিশ্রাম দিয়ে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন দলটির অধিনায়ক সোহেল আখতার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই জাতীয় দলের হয়ে খেলছেন শাহীন। অতিরিক্ত খেলার কারণে তাঁর ওপর অনেক চাপ পড়ছে। জাতীয় দলের স্বার্থে এবারের আসরে শাহীনকে বিশ্রাম দিয়ে খেলাবেন বলেই তাঁরা বিকল্প পেসার দলে নিয়েছেন।

শাহীনকে বিশ্রাম দেয়া প্রসঙ্গে সোহেল বলেন, ‘শাহীনের ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা আমাদের মাথায় রয়েছে। সে নিয়মিত পাকিস্তানের হয়ে খেলে এই বিষয়টি বিবেচনায় নিয়েই আমরা বিকল্প বোলার নিয়েছি যেন চাইলে তাকে আমরা বিশ্রাম দিতে পারি। শাহীন অসামান্য দক্ষতা অর্জন করেছে। সবসময়ই মাঠে দারুণ চেষ্টা করে সেটা জাতীয় দল কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হোক।’

২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় বাঁহাতি এই পেসারের। ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ততম ফরম্যাটে ভালো করার সুবাদে সেই বছরের শেষ দিকে অভিষেক হয়ে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটেও। অভিষেকের পর থেকে পাকিস্তানের তিন ফরম্যাটের নিয়মিত সদস্য তিনি।

মাত্র বছর তিনেক আগে অভিষেক হলেও আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ইতোমধ্যে ৭৫০ ওভার বল করেছেন শাহীন। ২০১০ সালের পর অভিষেক হয়েছে এবং ২০ বছর বয়সের মাঝে সবচেয়ে বেশি বল করা বোলারদের মাঝে তিনিই সবার উপরে।

গেল তিন বছরে জাতীয় দলের হয়ে ১৫ টেস্ট খেলার সঙ্গে ২২ ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে তিন ফরম্যাট মিলিয়ে তাঁর উইকেট সংখ্যা ১১৭। প্রতি উইকেট তুলে নিয়ে তাঁর খরচ করতে হয়েছে ৬.৪১ ওভার। সেই সঙ্গে ২৬.৭১ গড়ে প্রতিটি উইকেট তুলে নিয়েছেন।