বাংলাদেশ ক্রিকেট

২০ বছরেও টেস্টে কোনো উন্নতি হয়নি: ‍মুমিনুল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:42 রবিবার, 14 ফেব্রুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

২০০০ সালে টেস্টে অভিষেক, এরপর কেটে গেছে একে একে ২০টি বছর। তবুও টেস্টে নাবালক বাংলাদেশ। দুই দশক হলো টেস্ট খেললেও পরিসংখ্যান দেখলে বাংলাদেশকে নবাগতর মতোই মনে হয়। রঙিন পোশাকের ক্রিকেটে উপমহাদেশের অন্যতম পরাশক্তি হয়ে উঠলেও সাদা পোশাকে যাচ্ছে তাই অবস্থা।

পোশাকের ক্রিকেটে পথচলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ১২১টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে টাইগারদের জয় কেবল মাত্র ১৪টি ম্যাচে। শতকরা হিসেবে জয়ের হারটা দশের আশেপাশে। টেস্ট খেলুড়ে দেশগুলোর পরিসংখ্যান বিবেচনায় নিলে বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে।

গেল দুই দশকে বাংলাদেশ যে ভালো কিছু পায়নি সেটাও নয়। নিঃসন্দেহে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দেশকে হারানোর মতো বেশ কিছু স্মরনীয় মুহূর্ত যোগ হয়েছে বাংলার টেস্ট ইতিহাসের পাতায়। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো দেশকে হারানো যেমন প্রাপ্তির তেমনি ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের মতো দেশের সঙ্গে হারা বড়ই লজ্জাজনক।

টেস্ট ক্রিকেটে ২০ বছর পেরোনোর পর বাংলাদেশ টেস্ট খেলার জন্য কতটা যোগ্য দল সেটার প্রশ্ন উঠতেই পারে। সেই সঙ্গে গের ২০ বছর সাদা পোশাকের ক্রিকেট খেলে কতটা উন্নতি করতে পেরেছে সেটা নিয়েও কথা উঠতে পারে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার পর মুমিনুল হকও কথা বলতে কোনো রাখঢাক রাখেননি।

২০ বছর ধরে টেস্ট খেললেও এখনও সেভাবে উন্নতি হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। তবে মৃত্যুর আগ পর্যন্ত উন্নতির সুযোগ রয়েছে বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘আসলেই ২০ বছর হয়ে গেছে। তবে আমার মনে হয় ওইভাবে কোনো উন্নতিই হয়নি। আর উন্নতির শেষ নেই। মৃত্যুর আগ পর্যন্ত সুযোগ থাকে। আমরা যতদিন খেলব, যতদিন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করব, ততদিন উন্নতি করতে হবে।’

২০১৯ সালে ভারত সফরের আগে অধিনায়ক হিসেবে দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত একটি মাত্র জয় পেয়েছে মুমিনুলের দল। অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে হোয়াইটওয়াশের পর এবার ঘরের মাঠেও একই পরিণতি। এমন পারফরম্যান্সের পর একেবারে হতাশ তিনি।

এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘বিদেশের মাটিতে ধবলধোলাইয়ের অভিজ্ঞতা ছিল। দেশের মাটিতেও হয়ে গেল। দল হারলে আপনি অবশ্যই হতাশ হবেন। আমাদের অনেক উন্নতি করার আছে। যেগুলো করতে পারলে হয়তো আমরা দেশে ও দেশের বাইরে ম্যাচ জিততে পারব।’