বাংলাদেশ - ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

টেস্টে নেতৃত্বের জন্য মুমিনুলই যোগ্য: তামিম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:10 শুক্রবার, 12 ফেব্রুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

নিজেদের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে হারার পর ঢাকা টেস্টেও নাজুক অবস্থায় বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ক্যারিবীয়দের থেকে ৩০৪ রানে পিছিয়ে রয়েছে টাইগাররা। সাদা পোশাকের ক্রিকেটে দলের এমন পারফরম্যান্সের পর প্রশ্ন ওঠেছে মুমিনুল হকের অধিনায়কত্ব নিয়ে।

অধিনায়কের দায়িত্ব নিয়ে বাংলাদেশকে এখন পর্যন্ত তেমন কোনো সাফল্য এনে দিতে পারেনি মুমিনুল। অধিনায়ক হিসেবে জয় পেয়েছেন কেবল ১ ম্যাচে। যেগুলো হেরেছেন সেগুলোও খুবই বাজেভাবে। তবে বাংলাদেশের টেস্ট দলের অধিনায়কত্ব করার জন্য মুমিনুলই যোগ্য ব্যক্তি বলে মনে করেন তামিম ইকবাল।

দ্বিতীয় দিনশেষে এই টাইগার ওপেনার বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি ব্যক্তিগতভাবে মনে করি এই কাজের (অধিনায়কত্ব) জন্য সে (মুমিনুল হক) যোগ্য ব্যক্তি। টেস্টে অধিনায়কত্ব করা সহজ নয়। ওয়ানডে বলেন অথবা টি-টোয়েন্টি বলেন এটা একটা দিনে খেলা হয়। টেস্ট অধিনায়কত্ব খুবই কঠিন। কিন্তু ওর যে চিন্তাধারা, পরিকল্পনা, লক্ষ্য, ওর যে ভবিষ্যত পরিকল্পনা টেস্ট ক্রিকেটকে ও যেভাবে দেখে আমার কাছে মনে হয় না যে দলকে নেতৃত্ব দেয়ার মতো ওর চেয়ে ভালো কেউ আছে।’

তিনি আরও বলেন, ‘আমি সত্যিকার অর্থে বিশ্বাস করি মুমিনুলই যোগ্য ব্যক্তি। একটা জিনিস আপনাদের সবার মাথায় রাখতে হবে সে তরুণ, সে ভুল করতে পারে এটা যেকোনো অধিনায়কই করে। আর সে এটা থেকে শিখবে। আমি নিশ্চিত সময়ের সঙ্গে সঙ্গে ও আরও ভালো হবে, অনেক ভালো কিছু দেখবো সে করছে।’

অভিষেকের পর থেকে খুব বেশি রঙিন পোশাকের ম্যাচ খেলা হয়নি মুমিনুলের। দেশের সেরা টেস্ট ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। অধিনায়ক হিসেবে সে তরুণ হওয়ায় দলের অভিজ্ঞ ক্রিকেটাররা তাঁকে পরামর্শ দেন বলে জানিয়েছেন তামিম। সেই সঙ্গে মুমিনুলের ভিন্ন চিন্তাধারাও সাদরে গ্রহণ করছেন দলের অন্য ক্রিকেটাররা।

এ নিয়ে তামিম বলেন, ‘যদি লক্ষ্যটা থাকে টেস্ট ক্রিকেট নিয়ে, আমাদের দলে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এমন কাউকে যদি বলতে হয় মুমিনুল সেখানে উপরের দিকেই থাকবে নিশ্চিতভাবে। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি সে যোগ্য ব্যক্তি। আমরা তো অবশ্যই সহায়তা করতে চাই, যখনই আমাদের কিছু বলার থাকে আমরা বলি। ও যেটা ভালো মনে করে ও সেটা নেয়। যেটা মনে করে এখন দরকার নেই সেটা নে য়না। যেটা একজন অধিনায়কের জন্য ভালো দিক।

‘মাঝে মাঝে এমন হয় যে আমাদের মনে হয় ও যেটা সিদ্ধান্ত নিচ্ছে ওটা আমাদের অনুসরণ করা উচিৎ, আমরা সেটা অনুসরণ করি। এটা না যে সিনিয়র হওয়ার কারণে সবসময় ওকে বলতে থাকবো। সময় সময় যখন আমরা অনুভব করি তখনই আমরা পরামর্শ দেই এবং সে শোনে, এটা না যে করে না। সব কথার শেষ কথা এই কাজের জন্য সে যোগ্য ব্যক্তি।’