ক্রিকেট অস্ট্রেলিয়া

অধিনায়ক হিসেবে নিজেকে পরখ করতে চান কামিন্স

ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট

ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট
প্রকাশের তারিখ: 16:09 বৃহস্পতিবার, 04 ফেব্রুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের বিপক্ষে ঘরের মাঠে পরপর দুটি টেস্ট সিরিজে হার। স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ার ক্রিকেট মহলে টিম পেইন-এর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাক্তন ক্রিকেটার থেকে ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন ৩৬ বছরের এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের এবার অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো উচিত। নতুন নেতা হিসেবে অনেকেরই চাওয়া প্যাট কামিন্সকে।

একজন পেস বোলার অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিচ্ছেন এমন দৃশ্য ইতিহাস ঘেটেও পাওয়া যায়নি। কামিন্সের রাজ্য দল নিউ সাউথ ওয়েলসের অধিনায়ক হিসেবে পেসার জিওফ লসন দায়িত্ব পালন করেছিলেন। সেটিরও পেরিয়ে গিয়েছে প্রায় ৩০ বছর। এরপর থেকে অধিনায়কত্বের আর্মব্যান্ড পরা হয়নি আর কোন পেসারের।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফর স্থগিত হওয়ায় ঘরোয়া ক্রিকেটে নিউ সাউথ ওয়েলসের পক্ষে মাঠে নামার সুযোগ পাবেন কামিন্স। নতুন মৌসুমে দলের দায়িত্ব পেতে পারেন কামিন্স। প্রতিযোগীতামূলক ম্যাচে সে অভিজ্ঞতা না হলেও দায়িত্ব উপভোগ করেন বলে জানান এই পেসার।

কামিন্স বলেন,'এই মুহূর্তে ইংল্যান্ডে কয়েকটি প্রস্তুতি ম্যাচ ও অনুর্ধ্ব ১৬ তে অধিনায়কত্ব ছাড়া আমার খুব বেশি অভিজ্ঞতা নেই আমার। যদি এমনটি ঘটে (অধিনায়ক) তবে এটি আমাকে রাডারে নিয়ে আসবে। সহ-অধিনায়ক হিসেবে অভিজ্ঞতা বাড়াতে ফিঞ্চ ও পেইনের প্রয়োজনে আমি এগিয়ে গিয়েছি। আমার মনে হয় এটি এমন একটি বিষয় যা আমি অর্জন করতে চাই। এটি উপভোগ করি। ভালো হই বাঁ খারাপ আমি এটি মানিয়ে নিতে পারবো।'

অধিনায়কত্ব পাওয়া কে অনেক বড় পদক্ষেপ ভাবছেন কামিন্স। যদিও দায়িত্ব সঠিকভাবে পালন করতে উদগ্রীব তিনি। কামিন্স আরও বলেন, 'আমার মনে হয় এই সময়ে এটি বড় একটি পরিবর্তন। যদিও জানিনা এটি চুক্তি ভেঙ্গেছে কিনা। আমার মনে হয়ে প্রথমে চেষ্টা করতে হবে।'

'স্বাভাবিকভাবেই সবাই ম্যাচে অন্তর্ভুক্ত থাকতে চেষ্টা করে। অবচেতন মনেও ম্যাচের কথাই মাথায় ঘুরে। শুধুমাত্র সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে। এটি হতে পারে ছোট কিংবা বড় পদক্ষেপ কিন্তু আমি এটি অর্জন করতে চাই। দেখতে কীভাবে সব চলে।'