‘হেলসকে অতিরিক্ত শাস্তি দিচ্ছে ইংল্যান্ড’

ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট

ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট
প্রকাশের তারিখ: 13:22 মঙ্গলবার, 02 ফেব্রুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বিগ ব্যাশের শুরু থেকেই ব্যাটিংয়ে তাণ্ডব চালিয়েছেন অ্যালেক্স হেলস। যদিও দারুণ ফর্মে থাকা উদ্বোধনী এই ব্যাটসম্যানের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংলিশ ক্রিকেট বোর্ডের এমন আচরণে ক্ষুব্ধ সিডনির প্রধান কোচ শেন বন্ড। নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটার মনে করেন, ইসিবি হেলসের সঙ্গে অন্যায় করছেন।

চোখ ধাঁধানো পারফরম্যান্সে বিগ ব্যাশ মৌসুম শেষ করেছেন হেলস। চলতি মৌসুমে ৫৪৩ রান সংগ্রহ করে তালিকার শীর্ষে রয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। এখন পর্যন্ত ৩০ ছক্কা হাঁকিয়েছেন এবং ঈর্ষণীয় ১৬১.৬০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি।

২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের মূল দলে ছিলেন হেলস। কিন্তু ড্রাগ টেস্টে ইতিবাচক ফল আসায় বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন। গেল বছর আবারও ড্রাগ টেস্টে নাম জড়ান তিনি। ফলে ইংল্যান্ড দলে তাঁর দরজা মোটামুটি বন্ধ হয়ে যায়। এমনকি তাঁকে বিশ্বকাপের পরের সিরিজগুলোর জন্যও প্রাথমিক স্কোয়াডে বিবেচনা করেনি ইসিবি।

কোচ হিসেবে হেলসকে খুব কাছে থেকেই দেখেছেন বন্ড। এই কোচের মতে হেলস এখন অনেক পরিণত একজন মানুষ। এখনও তাঁকে ক্ষমা না করে অন্যায় করছে ইসিবি। বন্ড বলেন, ‘আমার মনে হয় তার (হেলস) প্রতি অন্যায় করা হচ্ছে। সে তিন বছর আগে করা একটি অপরাধের শাস্তি এখনও বয়ে বেড়াচ্ছে।'

'তরুণ বয়সে অনেকেই ভুল করে বসে। যদিও সে (হেলস) ভুল থেকে শিখেছে এবং বয়সও বেড়েছে। সে এখন পরিণত এবং একজন ভালো মানুষ। তাকে অযথাই অনেক বেশি শাস্তি দেয়া হচ্ছে', তিনি যোগ করেন।

ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটেই প্রতিনিধিত্ব করেছেন হেলস। এমনকি একসময় টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটসম্যান ছিলেন তিনি। ১১ টেস্ট ৫৭৩ রান, ৭০ টি ওয়ানডেতে ২ হাজার ৪ শত ১৯ রান এবং ৬০ টি-টোয়েন্টি ম্যাচে হেলসের ঝুলিতে রয়েছে ১ হাজার ৬ শত ৪৪ রান।