বিগ ব্যাশ

বিগ ব্যাশের ফাইনাল খেলা হচ্ছে না স্টার্কের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:52 মঙ্গলবার, 02 ফেব্রুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বিগ ব্যাশের চলতি মৌসুমে ইতোমধ্যে ফাইনালে উঠেছে মিচেল স্টার্কের দল সিডনি সিক্সার্স। তবে শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামা হচ্ছে না বাঁহাতি পেসারের। যদিও ফাইনাল খেলার শর্তে দলটির সঙ্গে পারস্পরিক চুক্তি করেছিলেন স্টার্ক। মূলত খেলার মতো ফিট না হওয়ায় সিক্সার্সের জার্সিতে ফাইনাল মাতাতে দেখা যাবে না তাঁকে।

২০১৪ সালের পর বিগ ব্যাশের কোনো ফাইনাল খেলেননি স্টার্ক। সেই সঙ্গে গ্রীষ্মে অস্ট্রেলিয়ার ঠাসা আন্তর্জাতিক সূচি। তারপরও এবারের মৌসুমে শুরুর আগে ফাইনাল খেলার শর্তে দলের সঙ্গে চুক্তি করেছিলেন তিনি। যেটি সবাইকে অনেকটা অবাক করেছিল।

সম্প্রতি ভারতের বিপক্ষে চার টেস্টেই খেলেছেন তিনি। ব্রিসবেন টেস্ট শেষে কিছুটা হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছিলেন বাঁহাতি এই পেসার। যে কারণে সিরিজ শেষে স্ক্যান করানো তাঁকে। রিপোর্ট অনুযায়ী খেলার মতো অবস্থায় নেই ৩১ বছর বয়সি এই পেসার। পরবর্তীতে দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন যে এবারের মৌসুমেও ফাইনাল খেলছেন না তিনি।

মাঠে লড়াইয়ে না থাকলেও দলের সঙ্গে রয়েছেন জানিয়ে স্টার্ক বলেন, ‘এই বছর ছেলেরা বেশ ভাল করেছে এবং আমি মনে করি যে এই পর্যায়ে পৌঁছানোর জন্য যে কঠোর পরিশ্রম করেছে তাদের সঙ্গে থাকতে পারা প্রত্যেকেরই স্বার্থ। আমি সবসময় ক্লাবের একজন অনুভব করেছি এবং শনিবার রাতে আরও একটি বড় জয়ের জন্য আমি তাদের সঙ্গে আছি।’

ইনজুরির কারণে ফাইনালে খেলতে না পারলেও সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অফ ফিল্ডে দলের সঙ্গে যুক্ত থাকবেন। স্টার্কের সঙ্গে দেখা যাবে অফ স্পিনার নাথান লায়নকেও। স্টার্কের ছাড়ার প্রসঙ্গে ক্লাবের সম্মতি রয়েছে বলে জানিয়েছেন সিক্সার্সের জেনারেল ম্যানেজার জোডি হকিন্স।

এ প্রসঙ্গে হকিন্স বলেন, ‘মিচ (মিচেল স্টার্ক) সিক্সার্স পরিবারের বড় একটি অংশ এবং সর্বদা থাকবে। পরিস্থিতি মেনে সে এবং নাথন লায়ন এই মৌসুমে আমাদের সঙ্গে যোগ দিতে পারল না। তবে তারা দুজনই আমাদের দলের অংশ হয়ে শনিবার রাতে মাঠের বাইরে ক্লাবটির প্রতিনিধিত্ব করবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের বর্তমান স্কোয়াড প্রতিটি খেলা খেলতে গিয়ে ফাইনালের জন্য যোগ্যতা অর্জনের জন্য পুরো মৌসুমে অবিশ্বাস্য কাজ করেছে। মিচ (মিচেল স্টার্ক এবং ক্লাবটি এই সিদ্ধান্ত নিয়ে সত্যিই স্বাচ্ছন্দ্যবোধ করেছে।’