বিগ ব্যাশ

জরিমানা দিয়ে নিষেধাজ্ঞা এড়ালেন মার্শ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:14 রবিবার, 31 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

মাঠের ক্রিকেটে আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। সেটার জন্য অবশ্য তাঁদেরকে মাশুলও দিতে হয়। একই কাণ্ড করে জরিমানা দিতে হলো মিচেল মার্শকে। অসদাচরণের জন্য তাঁকে ৫০০০ ডলার (অস্ট্রেলিয়ান) জরিমানা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

যদিও এই জরিমানা কারণে বড় বাঁচা বাচলেন মার্শ। জরিমানা দেয়ার কারণে নিষেধাজ্ঞা পেতে হয়নি তাঁকে। ফলে বৃহস্পতিবার নিজেদের পরবর্তী ম্যাচে খেলতে বাধা নেই এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের।

ঘটনা শনিবার রাতে বিগ ব্যাশ টি-টোয়েন্টি ক্রিকেটের কোয়ালিফায়ার ম্যাচের প্রথম ইনিংসের ১৩তম ওভারের শেষ বলের। স্টিভ ও’কিফের লেগস্ট্যাম্পের বাইরের ডেলিভারিটি খেলার চেষ্টা করেছিলেন মার্শ। ব্যাটে-বলে স্পর্শ না হলেও ও’কিফ ও উইকেটরক্ষক ফিলিপের আবেদনের ভিত্তিতে আউট দেন আম্পায়ার স্যাম নোগাস্কি।

আম্পায়ারের এমন সিদ্ধান্তে খুশি হতে পারেননি মার্শ। যে কারণে রাগান্বিত হয়ে নিজের প্যাডেই ব্যাট দিয়ে আঘাত করেন তিনি। পরে ড্রেসিংরুমে ফেরার সময় আম্পায়ারের দিকে একটু রাগান্বিতভাবে তাকিয়েছিলেন এই অজি ক্রিকেটার।

মার্শের এমন আচরণ পছন্দ হয়নি ম্যাচ রেফারি বব স্ট্যাডফোর্ডের। তাঁর অভিযোগের ভিত্তিতে মার্শকে জরিমানা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। যদিও দোষ স্বীকার করে নিয়েছেন তিনি। এই প্রসঙ্গে মার্শ বলেন, 'আমাকে করা জরিমানা আমি মেনে নিচ্ছি। আম্পায়ারের প্রতি আমার আচরণ অগ্রহণযোগ্য ছিলো। তরুণ কোন ক্রিকেটারের জন্য এমন উদাহরণ আমি রেখে যেতে চাই না।'

নিজের করা ভুল থেকে শিক্ষা নিচ্ছেন মার্শ। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে আম্পায়ারদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রয়েছে তাঁর। আপাতত ৪ ফেব্রুয়ারির ম্যাচের দিকে পূর্ণ দিচ্ছেন এই অলরাউন্ডার। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, 'আমার আম্পায়ারদের প্রতি এবং তারা যে কাজ করে সেটির প্রতি পূর্ণ শ্রদ্ধা রয়েছে, আমি এখান থেকে শিখবো এবং বৃহস্পতিবারের ম্যাচের দিকে তাকাচ্ছি।'

বিগ ব্যাশে এমন ঘটনার পরে ডিসিশন রিভিউ সিস্টেম অর্ন্তভূক্তির দাবি আরও জোরদার হয়েছে। যদিও এই মৌসুমের বাকি অংশে ডিআরএস যুক্ত হবে না বলে জানানো হয়েছে। তবে পরের মৌসুমে বিবিএলে থাকতে পারে এই প্রযুক্তি।