বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

৬-৭ বছরের অভিজ্ঞতা কাজে লাগাতে চান তাইজুল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:49 বৃহস্পতিবার, 28 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

২০০৮ সাল থেকেই বাংলাদেশ টেস্ট দলের বোলিংয়ের নেতৃত্বে সাকিব আল হাসান। তাঁর সঙ্গী হিসেবে লম্বা সময় ধরেই আছেন তাইজুল ইসলাম। এ ছাড়া মেহেদী হাসান এবং নাঈম হাসানরাও ম্যাচ উইনার হয়ে উঠেছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিবসহ অন্যদের নিয়ে জুটি গড়ার পরিকল্পনা করছেন তাইজুল। নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব ফেরায় দলের স্পিনারদের পরিকল্পনা আরও সহজ হবে বলে মনে করেন তাইজুল।

তিনি বলেছেন, 'আসলে সাকিব ভাই যখন আমাদের সাথে থাকে বিশেষ করে স্পিনারদের অনেক সাহায্য করে। ব্যাটসম্যান কোন মুভমেন্টে থাকে সাকিব ভাই আগে থেকে বুঝে আরকি। আর সেটা আমাদের সাথে শেয়ার করে। আমি বলবো যে আমি, মিরাজ, নাইম ও সাকিব ভাইয়ের একটা ভালো জুটি হবে ইন শা আল্লাহ।'

২০১৪ সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই টেস্ট অভিষেক হয়েছিল তাইজুলের। এই সিরিজে তাই নিজের ৬-৭ বছরের অভিজ্ঞতা কাজে লাগাতে চান বাঁহাতি এই স্পিনার। সেই সঙ্গে সাকিবের পরামর্শ নিয়েও দলের জন্য সাফল্য নিয়ে আসতে চান তিনি।

তাইজুল বলেন, 'আমরা ভালো করার চেষ্টা করবো। তো আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমারও ৬-৭ বছর হয়ে গেছে জাতীয় দলে খেলার। সাকিব ভাইয়ের কাছে হয়তো অনেক কিছু নিতে পেরেছি, তো সেগুলো চেষ্টা করবো। দেখা যাচ্ছে সাকিব ভাই কোন কিছু বলার আগেই আমি সেগুলো করার চেষ্টা করবো।'