বিশ্ব ক্রিকেট

জুনিয়র লেভেলে বাউন্সার নিষিদ্ধের পরামর্শ হাস্যকর: ভন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:15 বৃহস্পতিবার, 28 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

একটি শর্ট-পিচ বল মিসই মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল ফিল হিউজের। অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যানের মৃত্যুর পর অনেকেই ক্রিকেট থেকে বাউন্সার নিষিদ্ধ করার কথা বলেছিলেন। বিষয়টিকে বেশ গুরুত্বসহকারেই নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও (আইসিসি)।

সম্প্রতি কনকাশন বিশেষজ্ঞ মিচেল টার্নার ভবিষ্যতের প্রতিবন্ধকতা আটকাতে ১৮ বছরের কম বয়সী ক্রিকেটারদের বাউন্সার নিষিদ্ধের পরামর্শ দিয়েছেন। তবে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন মনে করেন এতে করে শীর্ষ পর্যায়ের ক্রিকেটে ঝুঁকি আরও বাড়বে।

ইন্টারন্যাশনাল কনকাশন এবং হেড ইনজুরি রিসার্চ ফাউন্ডেশনের মিডিয়া ডিরেক্টর টার্নারের পরামর্শ বেশ গুরুত্ব সহকারেই নিয়েছে ক্রিকেটের আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। যদিও এমন পরামর্শ মেনে নেয়ার কোনো কারণ দেখছেন  না ভন।

তিনি বলেছেন, 'এটা খুবই হাস্যকর একটি পরামর্শ এবং বিশ্বে ঝুঁকির কোনো জিনিসকে বিপজ্জনক ধরে নেয়ার আরেকটি উদাহরণ এটি। নতুন ছেলেদের জন্য এটা আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। কারণ শীর্ষ পর্যায়ের ক্রিকেটে খেলার সময় প্রথমবার তারা শর্ট বল খেলবে। তখন তারা এটির মুখোমুখি হতে খুব বেশি তৈরি থাকবে না।'

জুনিয়র লেভেলে খুব বেশি শর্ট বল দেখেননি বলেও জানিয়েছেন ভন। তিনি বলেন, 'আমি ছেলেদের কোচিং করতে দেখেছি জুনিয়র লেভেলে এবং আমার ছেলেকেও খেলতে দেখেছি। সেখানে খুব কম মাত্রায় শর্ট বল করা হয়। এই সময় তাদের বাউন্সার করার মতো শারীরিক সক্ষমতা থাকে না এবং পিচও অনেক ধীর থাকে।'

নেটেই একজন তরুণ ব্যাটসম্যান নিজের ভুল ত্রুটিগুলো শুধরে নেয়ার চেষ্টা করেন। সেখানেই তাদের শর্ট বল খেলার সামর্থ্য বাড়ানোর পরামর্শ দিয়েছেন ভন। জুনিয়র লেভেলে যদি শর্ট বল নিষিদ্ধ করা হয় তবে শীর্ষ পর্যায়েও শর্ট বল নিষিদ্ধের দাবি তুলেছেন সাবেক এই ডানহাতি ব্যাটসম্যান।

তিনি বলেছেন, 'নেটে তরুণ ব্যাটসম্যানদের গড়ে তোলা হয়। এখানেই তাদের শিখতে হবে কীভাবে শর্ট বল খেলতে হয়। যদি আপনি জুনিয়র লেভেলে এটা নিষিদ্ধ করি তবে আমাদের অভিজাত পর্যায়েও এটা নিষিদ্ধ করা উচিত।'