আইসিসি র‌্যাঙ্কিং

আমি চিন্তাও করিনি সেরা পাঁচে থাকব : মিরাজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:30 বুধবার, 27 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ বোলিং করেছেন মেহেদী হাসান মিরাজ। মিতব্যয়ী বোলিং করার সঙ্গে সবচেয়ে বেশি ৭ উইকেট নিয়ে হয়েছেন সিরিজের সেরা বোলার। এমন পারফরম্যান্সের ফলও পেয়েছেন হাতে নাতেই। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদ্য প্রকাশিত বোলিং র‌্যাঙ্কিংয়ে ৪ নম্বরে উঠে এসেছেন এই স্পিন অলরাউন্ডার।

১৩তম স্থানে থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরু করেছিলেন তিনি। বর্তমানে ৬৯৪ রেটিং পয়েন্ট নিয়ে কাগিসো রাবাদা ও প্যাট কামিন্সদের পেছনে ফেলেছেন মিরাজ। বোলিং র‌্যাঙ্কিংয়ের পাঁচে থাকবেন এমনটা চিন্তাও করেননি ২৩ বছর বয়সি এই ক্রিকেটার। তবে এমন সাফল্য পেয়ে বেশ খুশি বলে জানিয়েছেন মিরাজ।

এ প্রসঙ্গে মিরাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আমি আসলে চিন্তাও করতে পারিনি সেরা পাঁচে থাকতে থাকব। আল্লাহর অশেষ রহমতে খুব ভালোই লাগছে যখন শুনতে পেরেছি এবং সবাই যখন টিম মেটরা উইশ করেছে এবং খুব ভালো লাগছে।’

২০১৬ সালের ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট সিরিজেই বাজিমাৎ করেছিলেন মিরাজ। ১৯ উইকেট তুলে নেয়ার সঙ্গে হয়েছিলেন সিরিজ সেরাও। এরপর থেকে সাদা পোশাকের ক্রিকেটে জাতীয় দলের নিয়মিত সদস্য তিনি। তবে টেস্টের সঙ্গে সংক্ষিপ্ত ফরম্যাটের জন্যও নিজেকে তৈরি করছিলেন বলে জানিয়েছেন তিনি।

মিরাজের ভাষ্য, ‘একটা জিনিস দেখেন যখন আমি টেস্ট ক্রিকেট খেলা শুরু করেছি আমার চিন্তা ছিল যে শুধু আমি লাল বলেই খেলব না সাদা বলেও খেলব কিন্তু আমি নিজেকে ওইভাবে মানসিক প্রস্তুতি নিয়েছি। চেষ্টা করেছি ওয়ানডে ক্রিকেট খেলতে হলে কিভাবে ভালো করতে হবে এবং আমার কোন কোন জায়গায় উন্নতি করতে হবে চিন্তা করেছি।’

তিনি আরও যোগ করেন, ‘ওয়ানডে ক্রিকেট খেলতে হলে আমার বোলিং ইকোনমিটা ঠিক রাখতে হবে এবং ব্রেক থ্রু দিতে হবে মাঝে মধ্যে যখন টিমের প্রয়োজন। ওইটা নিয়েই চেষ্টা করছি এবং আমি যখন বোলিং করি চেষ্টা করি দলের প্রয়োজনে ইকোনমিটা ঠিক রাখার জন্য এবং যদি টিমের প্রয়োজন হয় ব্রেক থ্রু এনে দেয়ার জন্য। এটাই আমি সবসময় চেষ্টা করি এবং ওই অনুযায়ী বল করি।’

মিরাজের সঙ্গে সেরা দশে উঠে এসেছেন পেসার মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসার ১১ ধাপ এগিয়ে আছেন ৮ নম্বরে। জশ হ্যাজেলউডের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে তাঁর রেটিং পয়েন্ট ৬৫৮। সেরা দশে সঙ্গী হিসেবে নিজের প্রিয় বন্ধুকে পেয়ে উচ্ছ্বসিত মিরাজ। এমন কিছু মুস্তাফিজের জন্য দরকারও ছিল বলে মনে করেন তিনি।

তিনি বলেন, ‘না আমাদের সবার জন্য এটা অনেক ভালো জিনিস মুস্তাফিজুর সেরা দশের মধ্যে আছে। মুস্তাফিজ অনেক বিশ্বমানের বোলার এবং ওয়ানডে ক্রিকেট দেশকে অনেক অনেক জয় এনে দিয়েছে মুস্তাফিজ। ওর জন্য এ রকম একটা জিনিস দরকার ছিল। লাস্ট অনেক দিন ও ছন্দে ছিল না কিন্তু আমার কাছে মনে হয় এই সিরিজে অনেক ভালো বল করেছে।’

তিনি আরও যোগ করেন, ‘আমার মনে হয় যে টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা প্লেয়ারই খুশি ওর পারফরম্যান্সে। আমরা চাই মুস্তাফিজ আরো ভালো করুক এবং বাংলাদেশকে অনেক কৃতিত্ব এনে দিক জয় এনে দিক। আর মুস্তাফিজ তো আমার অনেক কাছের বন্ধু, আমরা ছোট বেলা থেকেই একসাথে ক্রিকেট খেলেছি অনুর্ধ ১৬, ১৭, ১৮, ১৯ সবই খেলেছি। কিন্তু ওর সঙ্গে অনেক দুষ্টামিও করি খুব ভালো লাগছে যে ও সেরা দশের ভিতরে আছে।’