বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

সাকিব-তামিমদের কাছ থেকে কঠোর পরিশ্রমের দীক্ষা নিচ্ছেন রাব্বি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:19 মঙ্গলবার, 26 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ দল। ক্যারিবীয়দের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী ৩ ফেব্রুয়ারি। সাদা পোষাকের চূড়ান্ত দল এখনও ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যদিও টেস্ট সিরিজের প্রাথমিক দলে আছেন ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার ইয়াসির আলী রাব্বি। এই টপ অর্ডার ব্যাটসম্যান জানিয়েছেন, এবারই প্রথম তিনি সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে অনুশীলন করছেন।

এর আগে তাদের এক সঙ্গে কখনও পাননি তিনি। সবার কাছ থেকেই কিছু না কিছু শিখছেন চট্টগ্রামের এই ক্রিকেটার। বিশেষ করে সাকিব-তামিমরা কঠোর পরিশ্রম করে যেভাবে আন্তর্জাতিক ক্রিকেটে এখনও সফলভাবে খেলে যাচ্ছেন তা দেখেই অনুপ্রাণিত রাব্বি।

বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, 'বিশেষ করে তামিম ভাই, সাকিব ভাই যেভাবে নিজেদেরকে নিয়ম-কানুন মেনে চলেন, তাঁদের সঙ্গে আমি সবসময় কথা বলি ওই সব বিষয় নিয়ে যে কিভাবে আপনারা নিজেদেরকে সবসময় প্রস্তুত রাখেন। এখন আসলে যে যুগ যে প্রতিযোগিতা তো নিজেকে ওই রকমভাবে প্রস্তুত না করলে খেলাটা খুব কঠিন হয়ে যায়। তো সবাইকে দেখেই সবার কাছে থেকে ভালো ভালো জিনিস নেয়ার চেষ্টা করছি।'

টেস্ট সিরিজের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। টেস্ট সিরিজের চূড়ান্ত দলে রাব্বি থাকলে বাকি তিনজনকে অবশ্য সঙ্গী হিসেবে পাচ্ছেন রাব্বি। তিনি জানিয়েছেন, সাকিব, তামিমদের দেখেই বড় হয়েছেন। তাদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগিটা তাই বাড়তি রোমাঞ্চ ছড়াচ্ছে তার মনে।

রাব্বি বলেন, 'এখন টেস্টে এসে দেখা যাচ্ছে উনাদের তিনজনকে আবার পাচ্ছি। হ্যাঁ, সত্যিই আমি রোমাঞ্চিত। সত্যি বলতে যেহেতু তামিম ভাই সাকিব ভাই এনাদেরকে ছোট থেকে দেখেই বড় হয়েছি ক্রিকেটে। আসলেই আমি রোমাঞ্চিত যেটা আমি বলতে পারব না ভাষায় প্রকাশ করতে পারব না।'