ভারতীয় ক্রিকেট

গিলের টেকনিকে সমস্যা রয়েছে, দাবি বিশপের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:53 মঙ্গলবার, 26 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার উইকেটে প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, মিচেল স্টার্কদের বল সামলানো বরাবরই কঠিন। সেটা তরুণ হোক কিংবা অভিজ্ঞ কোনো ব্যাটসম্যান গল্পটা সবার ক্ষেত্রে প্রায় একই। তবে অস্ট্রেলিয়ার কন্ডিশনে শুভমান গিলকে দেখে এমন কিছুই মনে হয়নি। তবে ভারতের এই তরুণ ব্যাটসম্যানের ব্যাটিংয়ে খুঁত পেয়েছেন ইয়ান বিশপ। ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার মনে করেন, সে শুধু লেগ সাইডে সরে গিয়ে ব্যাটিং করে। তাঁর টেকনিকে সমস্যা রয়েছে।

অস্ট্রেলিয়া সিরিজে অভিষেক হলেও স্বপ্নের মতো একটি সিরিজ কাটিয়েছেন গিল। তিন টেস্টে ৬০.৬৫ গড়ে করেছেন ২৫৯ রান। সেঞ্চুরি করতে না পারলেও ব্রিসবেন টেস্টে ৯১ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেছিলেন তিনি। যা ভারতের সিরিজ জয়ে দারুণভাবে অবদান রেখেছিল।

ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিংয়ে পারদর্শী গিল। যদিও ব্যাটিংয়ে দাঁড়িয়ে অফ থেকে লেগ অঞ্চল দিয়েই বেশি রান বের করার প্রবণতা দেখা যায় তাঁর মধ্যে। অফ সাইডে খেলার সময় কিছুটা বিপাকে পড়তে হতে পারে তাঁকে। এই দুর্বলতা কাটিয়ে উঠতে না পারলে প্রতিপক্ষের বোলাররা এই সুযোগটি লুফে নেবে বলে মনে করেন বিশপ।

গিলের ব্যাটিং প্রসঙ্গে বিশপ বলেন, 'আমি দেখেছি তার (শুভমান গিল) ব্যাটিং টেকনিকে খুঁত রয়েছে। সে বেশিরভাগ সময়েই লেগ সাইডে খেলে বা সেদিকে সরে গিয়ে ব্যাটিং করে। এটিই পেসারদের তার বিপক্ষে চতুর্থ বা পঞ্চম স্ট্যাম্পে বল করে চ্যালেঞ্জ জানাতে উদ্বুদ্ধ্ব করবে। যার কারণে তার ব্যাটের বাইরের কানায় লেগে ক্যাচ হয়ে ফিরতে হতে পারে তাকে।'

এমন ব্যাটিংয়ের কারণে ক্যারিয়ারের শুরুতেই স্বদেশী কিংবদন্তি বীরেন্দ্র শেবাগের সঙ্গে তুলনা করা হচ্ছে। যদিও শেবাগের চোখ ও ব্যাটের সমন্বয় দারুণ ছিলো। একারণেই প্রথাগত টেকনিক না মেনেও সফল হয়েছিলেন তিনি। গিলও যদি তাঁর অগ্রজের মতো সমন্বয় ঘটাতে পারেন তবে সব কন্ডিশনে সফল হবেন বলে বিশ্বাস বিশপের।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'শেবাগ যে কিনা বেশ ভালো ব্যাটসম্যান ছিলো তার সঙ্গে সামঞ্জস্য (গিল) রয়েছে। ব্রিসবেনের শেষ ইনিংসে সে (গিল) বেশ কয়েকবার স্ট্যাম্প ছেড়ে খেলার চেষ্টা করেছে। তখন সে তার হাত ও ব্যাট শরীর থেকে সরাতে পারছিলো না। যেখানে সে তার চোখের লাইনের বাইরে স্ট্রোকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলো। সে এই বিষয়ে সচেতন বলে মনে হয় এবং নিজেকে মানিয়ে নিতে প্রস্তুত। যদি তা করতে পারে তবে সে যেকোন পরিবেশেই রান করতে পারবে।'