বাংলাদেশ - ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

ব্যাটসম্যানরা সেঞ্চুরি না পাওয়ায় হতাশ তামিম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:41 সোমবার, 25 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মঞ্চটা রাঙিয়ে রাখলো বাংলাদেশ। সেই সঙ্গে অধিনায়ক তামিম ইকবালের অভিষেকটাও হলো দারুণভাবে। শুধু তাই নয়, ওয়ানডে সিরিজে ব্যাট হাতেও উজ্জ্বল ছিলেন টাইগার দলপতি, ফর্মে ফিরেছেন সাকিব আল হাসানও। এত প্রাপ্তির মাঝেও পুরো সিরিজে কোনো ব্যাটসম্যান সেঞ্চুরি না পাওয়াকে অপ্রাপ্তি হিসেবে দেখছেন তামিম।

সিরিজের তিন ম্যাচেই চল্লিশোর্ধ ইনিংস খেলেছেন বাঁহাতি এই ওপেনার। যেখানে হাফ সেঞ্চুরি পেয়েছেন দুই ম্যাচে। সাকিবও মাঠে ফিরে ব্যাট হাতে ভালো শুরু করেছেন। ব্যাটিংয়ের সঙ্গে বোলিংয়েও আলো ছড়িয়েছেন সাকিব। সিরিজের শেষ ম্যাচে এই দুজনের ৯৩ রানের জুটি দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছিল।

সেই জুটির উপরে দাঁড়িয়ে মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের ইনিংসে শেষ ১০ ওভারে ১০০ রান তুলেছিল টাইগাররা। তাতে ২৯৭ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। ওয়ানডে সিরিজে বোলারদের নিয়ে প্রত্যাশা পূরণ হলেও আক্ষেপটা ব্যাটসম্যানদের সেঞ্চুরি না পাওয়া নিয়ে।

তিনি বলেন, 'অবশ্যই খুশি। একটা জিনিস দেখেন ক্রিকেটে উন্নতির জায়গা সবসময়ই থেকে যায়। আজকে একটা সুযোগ ছিলো আমাদের দুইজনের মধ্যে একজনের সেঞ্চুরি করার। এগুলো যদিও হতো তাইলে পরিপূর্ণ খেলা বলতে পারতাম। আমি ৬৪ করে আউট হয়ে গেলাম, সাকিব ৫০ (মূলত ৫১) করে আউট হয়ে গেল, মুশফিক দেরিতে আসায় ওর হাতে হয়তো ওতো ওভার ছিল না।

এসব কাটিয়ে উঠতে পারলে বিদেশের মাটিতে ভালো করতে সহায়তা করতে বলে মনে করেন তামিম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এগুলো যদি এখন আমরা কাটিয়ে উঠতে পারি তাহলে হবে কি যখন আমরা বিদেশে যাবো তখন এগুলো সাহায্য করবে। আমরা সিরিজ জিতেছি এবং কনভিন্সিংলি জিতেছি তাই কোন অভিযোগ নেই।'

অনেকদিন পর মাঠে নেমে রানে ফেরায় আনন্দিত তামিম। যদিও বড় ইনিংসের সঙ্গে সুযোগ থাকা স্বত্ত্বেও কোন ম্যাচে অপরাজিত না থাকতে পারার আক্ষেপ ঝরেছে তাঁর কন্ঠে। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য বলেন, 'দেখেন ভালো হচ্ছে কিন্তু প্রথম দুই ম্যাচে সুযোগ ছিলো অপরাজিত থাকার। আজকে সুযোগ ছিলো বড় ইনিংস খেলার। অবশ্যই হতাশা তো আছে। একদিক থেকে ভালো যে আন্তর্জাতিক ক্রিকেটে এসে আমি রান পাচ্ছি। তাই এটা ঠিক আছে কিন্তু আরও ভালো হতে পারতো।'