বাংলাদেশ - ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

ম্যাচ সেরা হয়েও মুশফিকের আক্ষেপ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:02 সোমবার, 25 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা ভালো করতে না পারায় প্রথম দুই ম্যাচে বড় লক্ষ্য তাড়া করতে হয়নি বাংলাদেশকে। টপঅর্ডার ব্যাটসম্যানরা রান পাওয়ায় ব্যাটিংয়ে নামলেও বড় ইনিংস খেলা সুযোগ পাননি মুশফিকুর রহিম। কারণ বড় ইনিংস খেলার আগেই জয় পায় টাইগাররা।

তৃতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমে প্রথম দুই ম্যাচে বড় ইনিংস খেলতে না পারার সেই আক্ষেপ ঘুচিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ৬৪ রানের ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ এনে দেয়ার পাশাপাশি ম্যাচ সেরার পুরষ্কারও জিতেছেন তিনি। ম্যাচ সেরার পুরষ্কার জিতেও অপরাজিত থাকতে না পারার আক্ষেপে পুড়ছেন তিনি।

এ প্রসঙ্গে মুশফিক বলেন, 'দলের যখন প্রয়োজন সে সময় রান করতে পারা আনন্দের। ব্যাটসম্যানরাদের সঙ্গে বোলাররাও কৃতিত্বের দাবিদার। প্রথম দুই ম্যাচে আমি সেভাবে সুযোগ পাইনি। কিন্তু আজ আমি অপরাজিত থাকলে ভালো লাগতো। এটিই আমার কাছে সব কিছু। কারণ আমরা গত ১০-১২ মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলাম।'

মিরপুরে প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছিল তামিম ইকবালের দল। আর চট্টগ্রামে শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১২০ রানে হারিয়ে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ শেষ হওয়ায় সাদা পোষাকের লড়াইয়ে নামবে এই দুদল।

যেখানে অভিজ্ঞতায় বাংলাদেশের চেয়ে ওয়েস্ট ইন্ডিজকেই এগিয়ে রাখছেন তিনি। ওয়ানডের পারফরম্যান্সের দিকে না তাকিয়ে টেস্টে ভালো করতে চান ডানহাতি এই ব্যাটসম্যান। তবে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও ওয়ানডে সিরিজে ক্রিকেটারদের পারফরম্যান্সে খুশি তিনি।

এ প্রসঙ্গে মুশফিকের ভাষ্য, 'সবাই খুব ভালো খেলেছে। আমরা সিরিজের শুরু থেকেই দারুণ খেলেছি এবং আমাদের অনেক ক্রিকেট পাওনা রয়েছে। টেস্টে তারা আমাদের চেয়ে অভিজ্ঞ দল। শেষ দেখায় বেশ সহজভাবেই আমরা জিতেছিলাম কিন্তু তারা জানে তাদের জন্য কেমন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমাদের এসব পারফরম্যান্সকে একপাশে রাখতে হবে।’