বাংলাদেশ - ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে নিউজিল্যান্ডে আত্মবিশ্বাস নেবে বাংলাদেশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:36 সোমবার, 25 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। কিউদের বিপক্ষে সিরিজের আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলছে টাইগাররা। ইতোমধ্যে ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছে তামিম ইকবালের দল।

উপমহাদেশের দেশেগুলোর জন্য নিউজিল্যান্ডের কন্ডিশন বরাবরই কঠিন। তবে ক্যারিবিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় নিউজিল্যান্ড সফরে টাইগারদের আত্মবিশ্বাস যোগাবে এমনটাই বিশ্বাস সাকিব আল হাসানের। তিনি মনে করেন, নিউজিল্যান্ডের কন্ডিশন কঠিন হলেও এই সিরিজের পারফরম্যান্স তাঁদেরকে ভালো করতে সাহায্য করবে।

এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘অবশ্যই। এতদিন পর যখন কোনো সিরিজ খেলা হয় এবং ভালোভাবে জেতা হয় তখন সবার মধ্যেই অন্যরকম আত্মবিশ্বাস তৈরি করে দেয়। আমার কাছে মনে হয়, নিউজিল্যান্ডে এই পারফরম্যান্সগুলো অনেক সাহায্য করবে। যদিও নিউজিল্যান্ড আমাদের জন্য অনেক কঠিন জায়গা। তবু এ পারফরম্যান্সগুলো আমাদের অনেক সাহায্য করবে ভালো করতে।’

নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন সাকিব। ফিরেই ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করেছেন তিনি। তিন ম্যাচে ৫৬.৫ গড়ে ১১৩ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৬টি উইকেট। ফিরেই সিরিজ সেরা হয়েছেন তিনি। ব্যাটে-বলে এভাবে পারফরম্যান্স করায় বেশ খুশি সাকিব।

যদিও তৃতীয় ওয়ানডেতে পুরো ম্যাচে মাঠে না থাকতে পারায় হতাশ তিনি। কারণ শেষ ম্যাচে এই অলরাউন্ডার কুঁচকির চোটে পড়েছেন। নিজের পঞ্চম ওভারের পঞ্চম বল করার পর কুঁচকিতে টান খেয়েছেন তিনি। এরপর মাঠের মধ্যেই তাঁকে ফিজিওর সেবা নিতে দেখা যায় তাঁকে। এরপর আর বোলিং না করে মাঠের বাইরে চলে যান তিনি।

এ প্রসঙ্গে সাকিবের ভাষ্য, ‘যেভাবে সিরিজটা গেল, খুবই খুশি। শেষ ম্যাচে পুরোটা সময় মাঠে থাকতে পারলে আরও ভাল লাগত। এটাই একটা হতাশার অংশ পুরো সিরিজে। সব মিলিয়ে ব্যাটিং-বোলিং মিলিয়ে খুশি।’