ইংল্যান্ড ক্রিকেট

ভারত-পাকিস্তানের আগে ইংল্যান্ড সফরে নিউজিল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:39 সোমবার, 25 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি বছর গ্রীষ্ম মৌসুমে ভারত-পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে আতিথেয়তা দেবে ইংল্যান্ড। এই তিনটি সিরিজের আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংলিশদের ডেরায় পা রাখবে নিউজিল্যান্ড। আগামী জুনে এজবাস্টন এবং লর্ডসে কিউইদের আতিথ্য দেবে ইংল্যান্ড।

সোমবার (২৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী টম হ্যারিসন। সেই সঙ্গে এদিন সিরিজেও সূচিও প্রকাশ করেছে তাঁরা। সিরিজ নিশ্চিত করে হ্যারিসন বলেন, ‘এই গ্রীষ্মে র‌্যাঙ্কিয়ের সেরা দুই টেস্ট দলের বিপক্ষে ইংল্যান্ডের পুরুষ দল খেলবে। যা আমাদের জন্য একটি ইতিবাচক বিষয়।’

এবারের গ্রীষ্ম মৌসুমে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে জো রুটের দল। আগামী ৪ আগস্ট থেকে মাঠে গড়াবে সিরিজটি। এই সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ডের পাশাপাশি শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে ইংল্যান্ড।

জুনে কিউই সিরিজ শেষে শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে ইয়ন মরগানের দল। যার শুরুটা হবে টি-টোয়েন্টি দিয়ে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামার আগে লঙ্কানদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কার্ডিফ ও রোজ বলে।

শ্রীলঙ্কা দেশে ফেরার পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে পাকিস্তানের। করোনাকালীন ইংল্যান্ড আন্তর্জাতিক ক্রিকেটে ফেরালেও মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেয়নি ব্রিটিশ সরকার। তবে আসন্ন গ্রীষ্ম মৌসুমে মাঠে ফেরাতে বেশ প্রত্যয়ী ইসিবি।

এদিকে চলতি বছরের মাঝ পথে লর্ডসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যদিও করোনার কারণে এখনও ফাইনালের তারিখ চূড়ান্ত করেনি আইসিসি। তবে ফাইনালের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড কিংবা আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে চায় ইংল্যান্ড।