সেঞ্চুরির আগে ১৬-১৭ বার শচিনের ভিডিও দেখেছিলেন রাহানে

মমিনুল ইসলাম

মমিনুল ইসলাম
প্রকাশের তারিখ: 15:49 সোমবার, 25 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অলআউট ভারত, বক্সিং ডে টেস্টের আগে বিরাট কোহলির দেশে ফেরা এবং ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব নিয়ে ঢাল হয়ে সকল সমালোচনার তীর প্রতিহত করেছিলেন আজিঙ্কা রাহানে। বীভৎস এই সময়কে দূরে ঠেলে দিতেই যেন বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে ১১২ রানের অনবদ্য সেঞ্চুরি করেছিলেন অধিনায়ক রাহানে। ফলে মেলবোর্নে বড় লিড পেয়েছিল ভারত।

শুধু তাই নয় দুঃসময়ের ছাইপাশকে পাশ কাটিয়ে বক্সিং ডে টেস্টে জয় তুলে নিয়েছিল ভারতীয় দল। প্রথম টেস্টে ভালো করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে ঠিকই টিম ম্যানেজম্যান্টের আস্থার প্রতিদান দিয়েছিলেন রাহানে। ঐতিহাসিক ওই সেঞ্চুরি করার আগে শচিন টেন্ডুলকারের ১৯৯৯ সালের সেঞ্চুরির ভিডিও দেখে অনুপ্রেরণা নিয়েছিলেন তিনি। সম্প্রতি এমনই তথ্য দিয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জেতা এই অধিনায়ক।

১৯৯৯ বক্সিং ডে টেস্টে গ্লেন ম্যাকগ্রা, ব্রেট লি এবং শেন ওয়ার্নদের বিপক্ষে ধুঁকছিল সেই সময়ের ভারতীয় দল। অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়ার সামনে দাঁড়িয়ে সেদিন ১১৬ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন শচিন। সদ্য সমাপ্ত বোর্ডার-গাভাস্কার সিরিজের বক্সিং ডে টেস্টে খেলতে নামার আগে বারবার সেই ভিডিও দেখেছিলেন রাহানে।

ম্যাচ শুরুর আগেরদিন রাতে ১০ বার এবং ২৬ ডিসেম্বর সকালে ৬-৭ বার ওই ইনিংসের ভিডিও দেখেছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। তারপরই ১১২ রানের ইনিংস খেলেছিলেন তিনি। কিংবদন্তি ক্রিকেটার শচিন এবং রাহুল দ্রাবিড়কে আইডল হিসেবে মানেন বলে জানিয়েছেন রাহানে।

এ প্রসঙ্গে রাহানে বলেন, ‘আমি শচিনের ইনিংসটি দেখেছিলাম, যেখানে তিনি অধিনায়ক থাকাকালীন সেঞ্চুরি করেছিলেন। ওই ম্যাচে সে ১১৬ রান করেছিল। আমি সেই ইনিংসটি দেখেছি। আগের রাতে আমি এটা ১০ বার দেখেছি এবং খেলার দিন সকালে ৬-৭ বার দেখেছি। সে (শচিন) এবং দ্রাবিড় (রাহুল দ্রাবিড়) আমার আইডল।’

২০১৪ সালে লর্ডসে ১০৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন রাহানে। বক্সিং ডে টেস্টে সেঞ্চুরির পর অনেকেই লর্ডসের সেঞ্চুরির চেয়ে মেলবোর্ন টেস্টের সেঞ্চুরিকে এগিয়ে রাখছেন। অ্যাডিলেডে ৩৬ রানে গুটিয়ে যাওয়ার পর এমন সেঞ্চুরি করায় রাহানেও সেটিকে স্পেশাল হিসেবে দেখছেন।

এ প্রসঙ্গে রাহানের ভাষ্য, ‘মেলবোর্ন টেস্টের শতকটি সত্যিই বিশেষ। আমি মেলবোর্ন টেস্টের সময় বলেছিলাম লর্ডসের সেঞ্চুরি আমার কাছে বিশেষ কিছু। কিন্তু অনেক মানুষ আমাকে বলেছে লর্ডসের চেয়ে মেলবোর্নের শতকটি ভালো। এখন আমি বুঝতে পারছি অ্যাডিলেড টেস্টের এমন পরিস্থিতির পর মেলবোর্নের শতক সত্যিই বিশেষ কিছু ছিল।’