ভারত-অস্ট্রেলিয়া সিরিজ

কোহলির থেকে ট্রফি পেয়ে কেঁদে ফেলেছিলেন নাটারাজন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:55 সোমবার, 25 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নজরকাড়া পারফরম্যান্স দিয়ে আলোচনায় আসেন থাঙ্গারাসু নাটারাজন। টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভালো করার সুফল দ্রুতই পেয়ে যান এই পেসার। শুরুটে নেট বোলার হিসেবে তাকে নেয়া হলেও বরুন চক্রবর্তীর চোটে ডাক পান অস্ট্রেলিয়া সফরের টি-টোয়েন্টি স্কোয়াডে।

ওয়ানডে সিরিজ শুরুর ঠিক আগ মুহূর্তে নবদীপ সাইনির চোটের কারণে নটরজানকে অন্তর্ভুক্ত করা হয় ওয়ানডে স্কোয়াডেও। প্রথম দুই ম্যাচে বেঞ্চে বসলেও শেষ ওয়ানডেতে অভিষেক হয় তাঁর। এরপর সুযোগ পান তিন টি-টোয়েন্টিতেও।

তৃতীয় টেস্টের আগে উমেশ যাদব চোট পাওয়ায় সুযোগ পেয়ে যান টেস্ট স্কোয়াডেও। জাসপ্রিত বুমরাহ ইনজুরিতে পরায় সুযোগ আসে ব্রিসবেন টেস্টে। বনে যান এক সফরে তিন ফরম্যাটে অভিষেক হওয়া প্রথম ভারতীয় ক্রিকেটার। সঙ্গে সাক্ষী হয়ে থাকেন অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের গড়া ইতিহাসেরও।

এতো কিছুর মাঝেও নটারজান কখনও কল্পনায় করেননি জাতীয় দলের হয়ে খেলার। সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন, তিনি ভাবেননি এইভাবে অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করে ফেলবেন তিনি।

এমনকি টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর কোহলি তার হাতে ট্রফি ধরিয়ে দিলে আনন্দে অশ্রুসিক্ত হয়ে পরেন নটারজান। তিনি বলেন, 'আমি এটি আশাই করিনি। আমি ভাবিনি বিরাট কোহলি আমার কাছে আসবে এবং ট্রফি হাতে ধরিয়ে দেবে। আমার চোখে তখন পানি চলে এসেছিল। যখন কোহলির মতো একজন কিংবদন্তি আমার কাছে আসে এবং ট্রফি হাতে ধরিয়ে দেয় তার অনুভুতি অসাধারণ। আমি এটি ভাষায় প্রকাশ করতে পারবো না।'

ওয়ানডে দলে সুযোগ পাওয়া প্রসঙ্গে নাটারাজনের ভাষ্য, 'আমি আমার কাজটি করতে খুব আগ্রহী ছিলাম। তবে, আমি ওয়ানডেতে সুযোগ পাব বলে ভাবিনি, অস্ট্রেলিয়ায় আত্মপ্রকাশ করবো বলেও আমি আশা করিনি। যখন আমাকে বলা হয়েছিল যে আমি খেলছি তখন আমার উপর বেশ চাপ ছিল। আমি এই সুযোগটি কাজে লাগাতে চেয়েছিলাম।'

দেশের হয়ে খেলার অনুভূতি প্রসঙ্গে নাটারাজন বলেন, 'দেশের হয়ে খেলা এবং উইকেট নেওয়া আমার স্বপ্ন ছিল। আমি ভারতের হয়ে খেলার আনন্দ প্রকাশ করতে পারছি না, এটি ছিল একটি স্বপ্ন। আমি কোচ এবং খেলোয়াড়দের কাছ থেকে প্রচুর সমর্থন পেয়েছি। তারা আমাকে সমর্থন করেছিলেন এবং প্রচুর অনুপ্রেরণা দিয়েছিলেন। তাদের সমর্থন পেয়ে আমি ভাল পারফর্ম করতে পেরেছি।'