Connect with us

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

বড় রানের খোঁজে ওয়েস্ট ইন্ডিজ


প্রকাশ

:


আপডেট

:

ছবি : বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||

১২২ এর পর ১৪৮। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতেই অল্প রানে গুটিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচেই হেরে ইতোমধ্যে সিরিজ হাতছাড়া হয়ে গেছে ক্যারিবীয়দের। সোমবার (২৫ জানুয়ারি) সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে দলটি।

শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ ঠেকানোই লক্ষ্য ক্যারিবীয়দের। রবিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজ দলের সহকারী কোচ রডি ইস্টউইক জানিয়েছেন, চট্টগ্রামে তাদের লক্ষ্য বড় রান করা। প্রথম দুই ওয়ানডেতেই তাঁর দল প্রত্যাশা অনুযায়ী ব্যাটিং করতে পারেননি বলে মেনে নিয়েছেন তিনি। 

ইস্টউইক বলেন, 'আমরা ঢাকার চেয়ে এখানের পিচ ভালো মনে হচ্ছে। আমরা বড় রান আসা করছি এবং ভালো ব্যাটিংয়ের প্রত্যাশায় আছি। এটা ছেলেদের বিশ্বাসের ওপর নির্ভর করছে। তারা ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করছে এবং দেশের হয়ে খেলার জন্য তাদের গর্ব করা উচিত।'

প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করে ৬ উইকেটে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে টস জিতেও আগে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচেও নুন্যতম প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি ক্যারিবীয়রা। ম্যাচটিতে তারা হারে ৭ উইকেটে। এমন পরাজয়ের পর দলের ব্যাটসম্যানদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ক্যারিবীয় সহকারী কোচ।

তিনি বলেন, 'যদি শেষ ম্যাচের উইকেট দেখেন, তাহলে দেখবেন উইকেট অনেক শুষ্ক ছিল। সেখানে টসে জিতে বল করা খুব কঠিন ছিল। এমনকি দ্বিতীয় ইনিংসে রান করা আরও কঠিন ছিল। এটা আমাদের মানতেই হবে আমরা ভালো ব্যাটিং করিনি। আমরা জুটি গড়তে পারিনি এবং আমরা কোনোভাবেই ছন্দে নেই। আমরা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছি।'

সর্বশেষ

৮ মার্চ, সোমবার, ২০২১

৩ উইকেটের জয়ে সিরিজ নিজেদের করে নিল ওয়েস্ট ইন্ডিজ

৭ মার্চ, রবিবার, ২০২১

ইংল্যান্ডের কাছেও হারলো বাংলাদেশ লিজেন্ডস

৭ মার্চ, রবিবার, ২০২১

অ্যাশেজেও বিশ্রাম পাবেন ইংলিশ ক্রিকেটাররা!

৭ মার্চ, রবিবার, ২০২১

মুশফিক-পাইলটের ব্যাটে বাংলাদেশ লিজেন্ডসের মাঝারি পুঁজি

৭ মার্চ, রবিবার, ২০২১

পেছালো টাইগার যুবাদের ভারত যাওয়া

৭ মার্চ, রবিবার, ২০২১

শাহীনের মাঠ ও মাঠের বাইরে সফল্যের জন্য আফ্রিদির শুভকামনা

৭ মার্চ, রবিবার, ২০২১

ইংল্যান্ড দলে বেয়ারস্টোর জায়গা দেখছেন না ভন

৭ মার্চ, রবিবার, ২০২১

শাস্ত্রীর থেকেও প্রতিভাধর সুন্দর!

৭ মার্চ, রবিবার, ২০২১

১১ এপ্রিল মাঠে ফিরছেন সাকিব

৭ মার্চ, রবিবার, ২০২১

২০ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা

আর্কাইভ

বিজ্ঞাপন