পাকিস্তান ক্রিকেট

দক্ষিণ আফ্রিকা সিরিজ আমার ভবিষ্যৎ নির্ধারণ করবে না: মিসবাহ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:22 রবিবার, 24 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

মাঠের পারফম্যান্সে খুব একটা ভালো সময় যাচ্ছে না পাকিস্তানের। এর দায় এসে পড়ছে দলের কোচ মিসবাহ-উল-হকের ওপরেই। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে পাকিস্তান দলের পারফরম্যান্সও তাঁর কোচিং ক্যারিয়রে কোনো প্রভাব ফেলবে না বলেই মনে করেন পাকিস্তান কোচ।

আগামী ২৬ জানুয়ারী মাঠে গড়াচ্ছে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। সিরিজ শুরুর আগে এক সংবাদ সম্মেলনে মিসবাহ জানিয়েছেন, ক্রিকেটে কোনো জায়গাতেই নিশ্চয়তা নেই। তাই এই বিষয়টিকে স্বাভাবিক ভাবেই নিচ্ছেন তিনি।

মিসবাহ বলেন, ‘আমি মনে করি দক্ষিণ আফ্রিকা সিরিজ পাকিস্তান দলে আমার ভবিষ্যত নিয়ে কোনো প্রভাব ফেলবে না। আমি সবসময় চাপে থেকে ক্রিকেট খেলেছি এবং সবসময়ই ভাল খেলতে হয়। ক্রিকেটে ভবিষ্যতের ব্যাপারে কোনো ধরনের নিশ্চয়তা কোথাও নেই।‘

মাঠে পাকিস্তানের বাজে পারফরম্যান্সে অসন্তুষ্ট মিসবাহও। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘরের মাঠে আসন্ন সিরিজ শেষে দলের পারফরম্যান্স বিচার বিশ্লেষণ করবে সেটা নিশ্চিতভাবেই বলা যায়। তাই ভালো করার লক্ষ্য নিয়েই সিরিজ শুরুর লক্ষ্যের কথা জানালেন পাকিস্তান কোচ।

তিনি বলেন, ‘আমি দলের পারফরম্যান্সে সন্তুষ্ট না এবং অবশ্যই সেটাতে উন্নতি করাটাই আমাদের মূল লক্ষ্য। আমাদের সকল মনোযোগ এখন সামনের(দক্ষিণ আফ্রিকা) সিরিজে এবং এজন্য আমরা এই মুহুর্তে অন্য কিছুতে মনোযোগ দিচ্ছি না।‘