পাকিস্তান - দক্ষিণ আফ্রিকা সিরিজ

পাকিস্তানের চূড়ান্ত দলে ৬ নতুন মুখ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:12 রবিবার, 24 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

মঙ্গলবার শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের প্রথম টেস্ট। এই ম্যাচকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। আসন্ন এই সিরিজ দিয়েই টেস্ট অধিনায়ক হিসবে অভিষেক হতে যাচ্ছে বাবর আজমের।

প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য গেলো ১৫ জানুয়ারি ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছিলো। সেখানে সুযোগ পেয়েছিলেন ৯ জন নতুন খেলোয়াড়। নবীন সদস্যদের মধ্যে জায়গা ধরে রেখেছেন ওপেনার ইমরান বাট, মিডল অর্ডার ব্যাটসম্যান সৌদ শাকিল, স্পিনার নওমান আলী, সাজিদ খান, পেসার হারিস রউফ এবং তাবিস খান রয়েছেন।

আর স্কোয়াডের সদস্য সংখ্যা কমে আসায় প্রথম ম্যাচের দল থেকে বাদ পড়েছেন আবদুল্লাহ শফিক, সালমান আলী ও কামরান গোলাম। যদিও তাঁরা তিনজনই দলের সঙ্গে অনুশীলনী চালিয়ে যাবেন।

প্রথম ম্যাচে অভিষেক হতে পারে বাটের। কারণ আবিদ আলীর সঙ্গী ওপেনার হিসবে একমাত্র তিনিই আছেন। এছাড়াও ফিরেছেন বাবর। ফাওয়াদ আলম ও আজহার আলীর সঙ্গে দলে সুযোগ হয়েছে ২৫ বছর বয়সী সউদ শাকিলের।

অভিজ্ঞ স্পিনার ইয়াসির শাহর সঙ্গী হিসেবে আছেন দুই নতুন মুখ নওমান ও সাজিদ। যদিও অলরাউন্ডার ও উইকেটরক্ষক হিসেবে স্বাগতিকরা আস্থা রেখেছে অভিজ্ঞদের উপরেই।

২০১৮ সালের পর আবারো ২০ সদস্যের স্কোয়াডে ফিরেছিলেন পেসার হাসান আলী। আর ৩৬ বছর বয়সে সুযোগ পেয়েছেন তাবিস খানও। স্কোয়াডের বাকি দুই পেসার হিসেবে আছেন শাহীন আফ্রিদি এবং হারিস রউফ।

পাকিস্তানের প্রথম টেস্টের দল: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আবিদ আলী, ইমরান বাট, আজহার আলী, ফাওয়াদ আলম, সৌদ শাকিল, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, সরফরাজ আহমেদ, নওমান আলী, সাজিদ খান , ইয়াসির শাহ, হারিস রউফ, হাসান আলী, শাহীন শাহ আফ্রিদি এবং তাবিস খান।