বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

প্রতিপক্ষ ভারত-অস্ট্রেলিয়া হলেও প্রস্তুত থাকতেন হাসান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:37 রবিবার, 24 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্বপ্নের মতো অভিষেক হয়েছে হাসান মাহমুদের। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ ওভারে ২৮ রান নিয়ে ৩ উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। এর মধ্যে মেডেনও নিয়েছেন ১ ওভার।

দ্বিতীয় ওয়ানডেতেও নিয়েছেন ১টি উইকেট। এমন পারফরম্যান্সের পর হাসান জানিয়েছেন, মানসিকভাবে যে শক্তি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা প্রয়োজন সেটা নিয়ে প্রস্তুত ছিলেন তিনি।

তাকে প্রশ্ন ছিল, ওয়েস্ট ইন্ডিজের এই দুর্বল দল না হয়ে যদি ভারত কিংবা অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে অভিষেক হত তাহলেও কি একই মানসিকতা রাখতেন?

উত্তরে হাসান বলেন, 'জ্বী, অবশ্যই। আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হলে অবশ্যই এরকম মানসিক শক্তি দরকার যেরকম লাগবে আরকি। তো অবশ্যই চেষ্টা থাকবে আন্তর্জাতিক ক্রিকেট হোক ঘরোয়া ক্রিকেট হক লাইন, লেংথের সাথে কম্প্রমাইজ করা যাবেনা, প্লাস পেস। ওভারঅল চেষ্টা করবো।'

ক্যারিবীয়দের বিপক্ষে দুই দিকেই সুইং করে সফল হয়েছেন হাসান। এই ডানহাতি পেসারের বিশ্বাস লাইন, লেন্থ আর সুইং ঠিক থাকলে টেস্ট ক্রিকেটে আরও ভালো করা সম্ভব।

হাসানের ভাষ্য, 'এটা আসলে কারো কারো জন্য ন্যাচারাল আবার কেউ নিজেরা করে। এটা টেস্ট ক্রিকেটের জন্য খুবই ভালো। ট্রাই করবো লাইন, লেংথ ঠিক রাখতে ছোট খাটো সুইং থাকবে।'