বাংলাদেশ ক্রিকেট

ভেটরির বিকল্প খুঁজছে বাংলাদেশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:20 রবিবার, 24 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

২০১৯ সালের জুলাইয়ে বাংলাদেশ দলের স্পিন বোলিং পরামর্শক হিসেবে ড্যানিয়েল ভেটরিকে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চুক্তি অনুযায়ী নিউজিল্যান্ডের এই কিংবদন্তী স্পিনারের ১০০ দিনের কাজ করার কথা ছিল টাইগারদের সঙ্গে।

যদিও হাইপ্রোফাইল এই কোচ কাজ করার পরিবর্তে ছুটিই কাটিয়েছিন বেশি। বাধ্য হয়ে তাই ভেটরির বিকল্প খুঁজছে বোর্ড। গত বছরের শুরুতে পাকিস্তান সফরে দলের সঙ্গে ছিলেন না তিনি। করোনাকালে বিসিবি প্রেসিডেন্টস কাপকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প এবং প্রেসিডেন্টস কাপ চলাকালে অন্য বিদেশী কোচরা বাংলাদেশে উপস্থিত থাকলেও তিনি ছিলেন অনুপস্থিত।

এমনকি চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও দলের সঙ্গে নেই বাংলাদেশের এই স্পিন বোলিং কোচ। যদিও উইন্ডিজ সিরিজ শুরুর আগে বিসিবি জানিয়েছিল, নিউজিল্যান্ডের কঠোর কোয়ারেন্টাইন জটিলতার কারণে ভেটরি বাংলাদেশে আসছেন না। তবে নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। কিন্তু সেই সিরিজের আগেই ভেটরিকে ছাঁটাই করতে যাচ্ছে বিসিবি। ইতোমধ্যে নতুন স্পিন বোলিং কোচ খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বাংলাদেশ দলের কোচ হতে অনেকেই আগ্রহ দেখিয়েছেন বলে জানালেন বিসিবি সভাপতি। এ প্রসঙ্গে নাজমুল বলেন, 'আমরা আরও বেশি সময়ের জন্য কোচ চাই। এত কম সময়ের জন্য কোচ হলে হবে না। সেজন্য আমরা অন্য কাউকে খুঁজছি। ইতোমধ্যে বেশ কয়েকজন আগ্রহী কোচ পেয়েছি।'

শুধু তাই নয় পাপন আরো জানিয়েছেন, আগামী ২-৩ দিনের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে কে হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী স্পিন বোলিং কোচ। সেক্ষেত্রে ভেটরির সঙ্গে ১০০ দিনের চুক্তির বাকি অংশের কি হবে তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি। তবে এ বিষয়ে বোর্ড ভেবে সিদ্ধান্ত নেবে বলে জানান বিসিবি সভাপতি।