Connect with us

হোয়াইটওয়াশে চোখ তামিমের


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

প্রথম দুই ওয়ানডেতে জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। সুযোগ রয়েছে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার। তামিম ইকবাল জানিয়েছেন, মঙ্গলবার সেই লক্ষ্যেই মাঠে নামবে তার দল। কারণ ওয়ানডে চ্যাম্পিয়নশিপ হওয়ায় বাকি ১০ পয়েন্ট লুফে নিতে মরিয়া টাইগাররা।

এই নিয়ে টানা তিনটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ। তাদের বিপক্ষে সিরিজ জিতেছে মোট ৫ বার। ২০০৯ এবং ২০১৪ সালে তাদের হোয়াইটওয়াশও করেছে টাইগাররা। এবার ক্যারিবীয়ানদের তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশের সুযোগ হাতছানি দিচ্ছে বাংলাদেশের সামনে।

আর এই সুযোগটি লুফে নিতে চান ওয়ানডে দলপতি। যদিও তামিম মনে করেন, ওয়েস্ট ইন্ডিজ বিপদজনক দল এবং যেকোনো সময় ঘুরে দাঁড়াতে পারে। তাই চট্টগ্রামে শেষ ওয়ানডের আগে সফরকারীদের হালকাভবেও নিচ্ছে না স্বাগতিকরা।

তামিম বলেন, 'হ্যা আমরা সিরিজ জিতেছি। কিন্তু আরও ১০ পয়েন্ট পাওয়ার আছে। আমরা জানি ওয়েস্ট ইন্ডিজের জন্য প্রথম দুই ম্যাচের অভিজ্ঞতা ভালো ছিল না, কিন্তু তারা একটি বিপদজনক দল, যে কোনো সময়েই তারা ফিরে আসতে পারে।'

সিরিজ নিশ্চিত হওয়ায় একাদশে পরিবর্তন আনবে বাংলাদেশ। তবে সেটা বড়সড় নয়। ওয়ানডে চ্যাম্পিয়নশিপের ম্যাচ হওয়ায় বেঞ্চে থাকা অভিজ্ঞরাই সুযোগ পাবেন শেষ ম্যাচে। এছাড়া ড্রেসিং রুমে যারাই আছেন সবাই জয়ের জন্য ক্ষুধার্থ বলে জানিয়েছেন ওয়ানডে দলপতি। 

তামিম বলেন, 'আমাদের কিছু সামান্য পরিবর্তন আসতে পারে। কিন্তু আমি নিশ্চিত করতে পারি যারাই একাদশে আসবে তারা ম্যাচ উইনার, তারা অতীতে যখনই খেলেছে ভালো খেলেছে। আমার মনে হয় ড্রেসিং রুমে প্রচণ্ড জয়ের ক্ষুধা রয়েছে, সবাই মাঠে গিয়ে ভালো করতে চায়। এবং আমি আশা করছি এটি চলবে। আগামীকালের ম্যাচটি গুরুত্বপূর্ণ।'

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথমবারের মতো তাদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এরপরের হোয়াইটওয়াশটি ঘরের মাঠে ২০১৪ সালে। এবার ৭ বছর পর ক্যারিবিয়ানদের আবারও লজ্জায় ফেলার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। 

সর্বশেষ

৮ মার্চ, সোমবার, ২০২১

বাঁহাতি পান্ত যেন ডানহাতি শেবাগের মতো!

৮ মার্চ, সোমবার, ২০২১

৩ উইকেটের জয়ে সিরিজ নিজেদের করে নিল ওয়েস্ট ইন্ডিজ

৭ মার্চ, রবিবার, ২০২১

ইংল্যান্ডের কাছেও হারলো বাংলাদেশ লিজেন্ডস

৭ মার্চ, রবিবার, ২০২১

অ্যাশেজেও বিশ্রাম পাবেন ইংলিশ ক্রিকেটাররা!

৭ মার্চ, রবিবার, ২০২১

মুশফিক-পাইলটের ব্যাটে বাংলাদেশ লিজেন্ডসের মাঝারি পুঁজি

৭ মার্চ, রবিবার, ২০২১

পেছালো টাইগার যুবাদের ভারত যাওয়া

৭ মার্চ, রবিবার, ২০২১

শাহীনের মাঠ ও মাঠের বাইরে সফল্যের জন্য আফ্রিদির শুভকামনা

৭ মার্চ, রবিবার, ২০২১

ইংল্যান্ড দলে বেয়ারস্টোর জায়গা দেখছেন না ভন

৭ মার্চ, রবিবার, ২০২১

শাস্ত্রীর থেকেও প্রতিভাধর সুন্দর!

৭ মার্চ, রবিবার, ২০২১

১১ এপ্রিল মাঠে ফিরছেন সাকিব

আর্কাইভ

বিজ্ঞাপন