অস্ট্রেলিয়া-ভারত সিরিজ

পেইনকে মনে ধরেছে অশ্বিনের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:05 রবিবার, 24 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সিডনি টেস্টে টিম পেইন আর রবিচন্দ্রন অশ্বিনের কথার লড়াই বাড়তি উত্তেজনা ছড়িয়েছিল। সেই টেস্টে ভারতকে গ্যাবায় দেখে নেয়ার হুমকিও দিয়েছিলেন অজি অধিনায়ক। যদিও সেই দূর্গ জয় করেই ইতিহাস গড়েছে ভারত।

অজিদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর পেইনের কথার জবাব দিয়েছেন, ভারতীয় অলরাউন্ডার অশ্বিন। তিনি জানিয়েছেন, ভারত গ্যাবার দূর্গ ভেঙে দিয়েছে। সেই সঙ্গে পেইনকে নিয়ে মজা করে এই ভারতীয় ক্রিকেটার ঠাট্টার ছলে বলেছেন, 'পেইন আমাদের সিরিজ জিততে সাহায্য করেছে।'

সম্প্রতি দেশে ফিরে এক ভার্চুয়াল আড্ডায় সফরের আদ্যোপান্ত আলোচনা করেছেন অশ্বিন। সেখানে তিনি বলেন, 'অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখার পরেই তারা আমাদের বারবার গ্যাবা দূর্গর কথা মনে করিয়ে দিচ্ছিলো। স্বাগতম জানিয়েছিলো গ্যাবায়। কিন্তু সেই দূর্গ আমরা ভেঙ্গে দিয়েছি।'

স্বাভাবিকভাবেই সিডনি কাণ্ডের পরে অশ্বিনের সঙ্গে পেইনের কথার লড়াই বাড়তি বিনোদন যোগাচ্ছে। এই আড্ডায়ও তাই পেইন প্রসঙ্গে কথা বলতে হয়েছে তাঁর। অশ্বিন জানিয়েছেন, পান্তের স্ট্যাম্পিং ছাড়ার পরেই অজি অধিনায়ককে পছন্দ করতে শুরু করেছেন তিনি। কারণ এই সুযোগকে কাজে লাগিয়ে পান্তের ব্যাটে চড়ে আকাঙ্ক্ষিত জয় পেয়েছে তারা।

পেইন প্রসঙ্গে অশ্বিন বলেন, 'টিম পেইন স্ট্যাম্পিং সুযোগ ছাড়ার পর থেকেই তাকে পছন্দ করতে শুরু করেছি। সে আমাদের আমন্ত্রণ জানিয়েছিলো এবং আদর্শ আমন্ত্রনদাতার মত স্ট্যাম্পিং ছেড়ে আমাদের সিরিজ উপহার দিয়েছে। আমি মজা করে বলতেই পারি যে সে আমাদের ২-১ এ সিরিজ জিততে সহায়তা করেছে।'

ব্রিসবেনে ১৯৮৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ হারের লজ্জায় ডুবেছিলো অস্ট্রেলিয়া। এরপরে আর কোন দল এই মাঠে হারাতে পারেনি তাদের। আর শেষ ম্যাচে এই অজি দূর্গেই অনভিজ্ঞ এক একাদশকে স্বাগতিকদের সামনে পাঠেতে হয়েছিলো ভারতীয়দের। সেই দলে ছিলেন না রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রিত বুমরাহরা। 

সফরের শুরু থেকেই ব্রিসবেনে অজি রেকর্ড ভারতকে মনে করিয়ে দেয়া হয়েছে। সেই মাত্রা ছাড়িয়ে গিয়েছিলো সিডনি টেস্টে। গ্যাবায় অস্ট্রেলিয়ার না হারার রেকর্ডটাই পেইনকে বাড়তি আগ্রাসী করে তোলে। পিঠের ব্যথা নিয়ে হার এড়াতে  অশ্বিন যখন ১২২ তম ওভারে লড়ছিলেন তখন পেইন বলেন, 'অ্যাশ, গ্যাবা টেস্টের জন্য অপেক্ষা করতে পারছি না।'

সেই সঙ্গে মুখ দিয়ে বিকৃত আওয়াজ করেন তিনি। পেইনের দেয়া তাচ্ছিল্যভরা আতিথেয়তাকেই সাদরে গ্রহণ করে নতুন করে ইতিহাস রচনা করে দলটি। সিরিজের প্রথম ম্যাচে অ্যাডিলেডে পূর্ণ শক্তির দল নিয়েও অসহায় আত্মসমর্পন করেছিলো ভারত।

যদিও মোহাম্মদ শামির চোট আর পারিবারিক কারণে দেশে ফেরা কোহলিকে ছাড়াই দ্বিতীয় টেস্টে জয় দিয়ে ঘুরে দাঁড়ায় দলটি। এরপর তৃতীয় টেস্টে হনুমা বিহারী ও অশ্বিনের দৃঢ়তায় জয়ের সমতুল্য ড্র করে সফরকারীরা। আর ব্রিসবেনে শেষ টেস্টে তো স্বাগতিকদের অহমিকা গুড়িয়ে ম্যাচের সঙ্গে সিরিজও বগলদাবা করেন অশ্বিনরা।