পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজ

ডু প্লেসির ভাবনায় ইয়াসির শাহ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:05 রবিবার, 24 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

উপমহাদেশে টেস্ট ম্যাচ মানেই প্রতিপক্ষকে ঘায়েল করতে যেন উইকেটে স্পিন সহায়ক চাদর বিছিয়ে দেয়া হয়। যদিও অন্যান্য দেশের তুলনায় শক্তিশালী পেস আক্রমণ রয়েছে পাকিস্তানের। একারণেই দেশটির পিচে ঘূর্ণি জাদু কিছুটা কম দেখা মিলে। এরপরেও তাদের দলে একজন ইয়াসির শাহ আছেন। আর এই স্পিনারকে নিয়েই ভয় দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ফাফ ডু প্লেসির।

চলতি মাসের ২৬ তারিখেই চৌদ্দ বছর পরে পাকিস্তানের মাটিতে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া দলের কারোরই ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই উপমহাদেশের এই দেশটিতে। যদিও কোমর বাঁধা প্রস্তুতি নিয়েই তারা সফরে এসেছে। একই সঙ্গে শ্রীলঙ্কাকে সিরিজে ধবলধলাইয়ের জয়ের সুখস্মৃতি সঙ্গে এনেছে।

সর্বশেষ সিরিজে প্রতিপক্ষ শিবিরের স্পিনারদের মোকাবিলা করলেও সেটি ছিলো প্রোটিয়া উইকেট। কিন্তু এবার তাদের খেলতে হবে পাকিস্তানের মাটিতে। ইয়াসিরের মত বিশ্বের অন্যতম সেরা একজন লেগ স্পিনার রয়েছে তাদের ঘাটিতে। যিনি কিনা একই জায়গায় টানা বল করে ব্যাটসম্যানকে হতাশ করতে পারেন। ব্যাটসম্যানরা বিরক্ত হয়েই বাজে শট খেলে উইকেট বিলিয়ে দেয় তাঁকে। 

ডু প্লেসি তাঁর প্রসঙ্গে বলেন, 'আমাদের রানের চাকা সচল রাখার দুই-তিনটি উপায় খুঁজে বের করতে হবে। কিন্তু স্পিনাররা যখন টানা ভালো বোলিং করে ডট আদায় করতে থাকে তখন নিজেকে (ব্যাটসম্যান) বন্দী মনে হয়। আর এই কাজে ইয়াসির শাহ ভীষণ পটু। একই জায়গায় বোলিং করে প্রতিপক্ষের উপরে চড়াও হয় সে। বলের উপরে তার খুব ভালো নিয়ন্ত্রন রয়েছে।'

'তাকে (ইয়াসির) একবার সুযোগ দিলে সে আপনাকে অনেক ভালো বল করতে থাকবে। আপনার অবশ্যই তার বিপক্ষে সঠিক পরিকল্পনা সাজিয়ে রান বের করতে হবে। হয় আপনাকে দৌড়িয়ে রান নিতে হবে নয়তো তার বিপক্ষে বাউন্ডারি খুঁজতে হবে,' তিনি যোগ করেন।

পাকিস্তান তাদের ব্যারাকে তিনজন স্পিনার ভিড়িয়েছে। ইয়াসির, নোমান আলী এবং মোহাম্মদ নেওয়াজকে দেখে প্রোটিয়ারা ধরেই নিচ্ছে স্পিন বধ্যভূমি হতে যাচ্ছে করাচীর উইকেট। যদিও এটিকে বেশ স্বাভাবিকভাবেই দেখছেন ডু প্লেসি।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, 'উপমহাদেশে এসে স্পিনারদের দিক থেকে ভাবলে আমাদের মতই দেশের মত তত্ত্বই ঘটে যায়। আমরা যখন দক্ষিণ আফ্রিকাতে খেলি সেখানে পেসারের বলের লাইন আঁচ না করতে পেরে বেরিয়ে গেলে তাকে ভালো বল বলে গণ্য করি। আর উপমহাদেশে যখন একজন স্পিনারের ঘূর্ণি বুঝে ওঠার আগেই বেরিয়ে যায় সেটিও একটি ভালো বল। অপরপক্ষে যদি লাইন বুঝে ব্যাটে বল নিয়ে আসা যায় তবে এটি ব্যাটসম্যানের কৃতিত্ব যে সে ভালো খেলেছে।

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট ও তিনটি টি-টোয়েন্টিতে মোকাবিলা করবে দক্ষিণ আফ্রিকা। যদিও টি-টোয়েন্টির জন্য কিছুটা আনকোড়া দল ঘোষণা করলেও টেস্টের জন্য পুরো শক্তির বহরই দেশটিতে নিয়ে গিয়েছে প্রোটিয়ারা।