পাকিস্তান ক্রিকেট

আইসিসির ৭-৮টি ইভেন্ট আয়োজন করতে চায় পাকিস্তান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:19 শনিবার, 23 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আগেই জানিয়েছে, বিডিংয়ের মাধ্যমে ২০২৩ থেকে ২০৩১ সাল পর্যন্ত অনুষ্ঠেয় ২৪টি ইভেন্ট আয়োজক দেশ নির্ধারণ করা হবে। এর মধ্যে ৭-৮টি টুর্নামেন্ট আয়োজনে আগ্রহ দেখিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এর জন্য আগামী অক্টোবরে তারা বিড করবেন বলেও জানিয়েছেন পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান। বিড করার জন্য তারা প্রস্তুত হচ্ছেন বলেও জানিয়েছেন তিনি। আগামী অক্টোবর-নভেম্বরের মধ্যেই তারা আইসিসির কাছে আবেদন জমা দেবেন।

ওয়াসিম বলেন, 'এই বছর অক্টোবর-নভেম্বরের মধ্যে আমরা ২০২৩-৩১ এর মধ্যে আয়োজিত আইসিসির ইভেন্টগুলোর জন্য আবেদন করবো। আমরা অন্তত ৭-৮টি টুর্নামেন্ট আয়োজনে আগ্রহী। এজন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। আমরা এই বিষয়টিকে গুরুত্ব সহকারে নিচ্ছি এবং এর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।'

পিসিবির এই প্রধান নির্বাহী জানিয়েছেন, আইসিসির ভবিষ্যৎ সূচি নির্ধারণের জন্য তারা আইসিসি এবং বোর্ডগুলোর সঙ্গে আলোচনা করছেন। তিনি বলেন, 'আমরা আইসিসির সঙ্গে ২০২৩-২৭ এর জন্য ভবিষ্যৎ সূচি নিয়েও কাজ করছি এবং ক্রিকেট বোর্ডগুলোর সঙ্গে আলাপ আলোচনা করছি।'

১৪ বছর পর পাকিস্তান সফরে গেছে ইংল্যান্ড দল। এই মুহূর্তটাকে আবেগঘন মুহূর্ত বলে মনে করেন পিসিবির এই প্রধান নির্বাহী। আসন্ন এই সফরে তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে।

তিনি বলেন, 'সবারই চাওয়া পাকিস্তানে বড় দলগুলো আসুক। আমি সত্যিই উন্মুখ হয়ে অপেক্ষা করছি সিরিজটির জন্য এবং আমরা এটি সফল ভাবে আয়োজন করতে চাই।'