ইংল্যান্ডের ক্রিকেট

ইংল্যান্ড দল নিয়ে ভাবনা নেই ‘উপেক্ষিত’ হেলসের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:58 শনিবার, 23 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

চলমান বিগ ব্যাশ লিগে রানের বন্যা বইয়ে দিয়েছেন ইংল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান এ্যালেক্স হেলস। গত ম্যাচে সিডনি থান্ডারের হয়ে প্রতিবেশী দল সিডনী সিক্সার্সের বিপক্ষে ৫৬ বলে ১১০ রানের টর্নেডো ইনিংস খেলেছেন তিনি। এই ইনিংস খেলার হেলস বলেছেন, জাতীয় দলে পুনরায় ডাক পাওয়া নিয়ে বর্তমানে ভাবছেন না তিনি।

২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের মুল দলে ছিলেন হেলস। কিন্তু ড্রাগ টেস্টে ইতিবাচক ফল আসায় বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েন। এরপর গত বছরের মেতে আবারো ড্রাগ টেস্টে নাম জড়ান তিনি। ফলে ইংল্যান্ড দলে আঁর দরজা বন্ধ হয়ে যায়। এমনকি তাকে বিশ্বকাপের পরের সিরিজগুলোর জন্য প্রাথমিক স্কোয়াডেও বিবেচনা করেনি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

চলমান বিগব্যাশে হেলস ১২ ইনিংসে মোট ৪৬২ রান সংগ্রহ করেন। যেখানে তাঁর গড় ৩৮.৫। তাঁর এ ধরণের পারফরম্যান্স আসন্ন ভারত সফরে দলে ডাক পাওয়ার তীব্র দাবী জানায়। কিন্তু গত শুক্রবার ইংল্যান্ড দলের নির্বাচক এড স্মিথ জানিয়েছিলেন, নিকট ভবিষ্যতে তাদের পরিকল্পনায় নেই হেলস।

কিন্তু এই সময়টাতে ক্যারিয়ারের সেরা সময় উল্লেখ করে হেলস বলেন, তিনি জাতীয় দলে ফেরা নিয়ে আপাতত ভাবছেন ন। তিনি শুধু ক্রিকেট খেলে যেতে চান এবং খেলাটাকে উপভোগ করে যেতে চান। একইসঙ্গে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চান বলেও জানান ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান।

এ প্রসঙ্গে হেলস বলেন, 'এই মুহুর্তে আমি এটা (দলে ডাক) নিয়ে ভাবছি না। যদি আমি আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ডাক পাই তাহলে ভালো এবং আমি যদি না পাই তখন আমি ক্রিকেট খেলাটাকে উপভোগ করব। এটাই একটি বিষয় আমি সবচেয়ে গুরুত্ব দেই। আমি শুধু আমার ক্রিকেটাকে উপভোগ করতে চাই এবং দলের জয়ে অবদান রাখতে চাই।'

হেলস ইংল্যান্ডের হয়ে ১১ টেস্ট ৫৭৩ রান, ৭০ টি ওয়ানডেতে ২ হাজার ৪ শত ১৯ রান , ৬০ টি টি-টোয়েন্টি ম্যাচে ১ হাজার ৬ শত ৪৪ রান সংগ্রহ করেছেন। এদিকে ভারতের বিপক্ষে আগামী মার্চে ৪ টি টেস্ট, ৫ টি টি-টোয়েন্টি ও ৩ টি ওয়ানডে খেলতে দেশটিতে সফর করবে ইংলিশরা।