আইপিএল

আইপিএলের নিলাম ১৮ ফেব্রুয়ারী

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:36 শুক্রবার, 22 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল ১৪ তম আসর এ বছরের এপ্রিল এবং মে এই দুই মাস ধরে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এই আসরটির নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৮ ফেব্রুয়ারী। বোর্ড অফ ক্রিকেট ফর কন্ট্রোল ইন ইন্ডিয়ার (বিসিসিআই) এক কর্মকর্তা এমনটাই নিশ্চিত করেছেন।

এর আগে আটটি দল ২০ জানুয়ারী ধরে রাখা এবং ছেড়ে দেয়া খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা ভারতীয় বোর্ডে জমা দিয়েছিল। বিসিসিআই তাই ফেব্রুয়ারী মাসে আইপিএল ২০২১ এর জন্য মিনি-নিলামের পরিকল্পনা করেছে। যদিও কোন কোন ভেন্যুতে এবারের আসর অনুষ্ঠিত হবে তা এখনো জানাননি ঐ কর্মকর্তা।

২০২১ আইপিএলের নিলাম আয়োজনের ব্যাপারে বিসিসিআইয়ের কর্মকর্তা এনডিটিভিকে বলেন, 'আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারি। ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি তবে খুব দ্রুতই এ ব্যাপারে বোর্ড একটি সিদ্ধান্তে উপনিত হবে।'

এছাড়াও এই আসর থেকে ২ টি ফ্র্যাঞ্চাইজি যুক্ত করে ১০ দলের টুর্নামেন্ট করার পরিকল্পনা করেছিল বিসিসিআই। তবে ২০২০ সালের ২৪ ডিসেম্বর আয়োজিত বার্ষিক সভায় তা নাকোচ করে দেয়া হয়। ২০২২ সালের আইপিএলে এই দুটি ফ্র্যাঞ্চাইজি যুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।

চলমান করোনা ভাইরাস মহামারি এবং ভারতের নাজুক পরিস্থিতির কারণে ২০২০ সালের আইপএল অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। গত বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত দুবাই, আবুধাবি এবং শারজাহ এই তিনটি ভেন্যুতে আসরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।