পাকিস্তান ক্রিকেট

'নিজেদের জায়গা নিয়ে শঙ্কায় পাকিস্তানি খেলোয়াড়রা'

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:20 শুক্রবার, 22 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের ক্রিকেটীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে গেছে দল থেকে বাদ পড়ার ভয়। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য ঘোষিত টেস্ট স্কোয়াডে ৯ জন নতুন মুখ রয়েছে পাকিস্তান দলে। আর তরুণ সদস্যদের এই ভয়কেই জয় করার পরামর্শ দিয়েছেন দলটির সাবেক অধিনায়ক আজহার আলী।

পাকিস্তানের টেস্ট দল যেন কোন মিউজিক্যাল চেয়ার। শেষ ১১ বছরে পাকিস্তানের টেস্ট টুপি ৪৩ জন ক্রিকেটারের মাথায় উঠেছে। নিয়মিত অধিনায়ক বাবর আজমের এখনো ৩০ টেস্ট খেলার অভিজ্ঞতাও হয়নি। এই সময়ের মধ্যে শুধুমাত্র আজহার, আসাদ শফিক এবং সরফরাজ আহমেদই খেলেছেন ত্রিশের অধিক টেস্ট।

নিজের জায়গা নিয়ে শঙ্কা থেকে দল থেকে অবসরে গেছেন মোহাম্মদ আমিরের মত পেসার। আর অধিকাংশ খেলোয়াড়ই ভাবেন এক ম্যাচ খারাপ খেললেই দলে জায়গা হারাতে হবে। আর এসব ভাবনাকে দূরে ঠেলে তরুণ ক্রিকেটারদের নিজেদের খেলায় উপভোগ করতে বলেছেন আজহার।

'শঙ্কা (দলে জায়গা হারানোর) আমাদের সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে। খেলোয়াড়রা শঙ্কায় থাকে যে একটি খারাপ পারফরম্যান্স তাদের দল থেকে ছিটকে দিবে। কিন্তু আমি তাদেরকে নিজেদের দক্ষতার উপরে আস্থা রাখতে বলবো। মাঠে গিয়ে চাপ না নিয়ে সময়টা উপভোগ করা উচিত।'

নিউজিল্যান্ডের বিপক্ষে অভিজ্ঞ দল নিয়ে মাঠে নামলেও পেরে উঠতে পারেনি পাকিস্তান। দল থেকে বাদ পড়েছেন দলের হারিস সোহেল, শান মাসুদ ও মোহাম্মদ আব্বাসের মতো নিয়মিত মুখ। সেটিই এখন দেশটির ক্রিকেট মহলের বড় আলোচনার খোড়াক জোগাচ্ছে।

যদিও এই সিরিজ দিয়েই আবারো ফিরবেন বাবর। আর ঘরের মাঠে এই ব্যাটসম্যানের স্কোয়াডে ফেরা দলকে বড় সংগ্রহের পথে বাড়তি শক্তি যোগাবে বলে বিশ্বাস আজহারের। আজহার আরও বলেন, 'বাবারও স্কোয়াডে ফিরেছে এবং এটি আমাদের ব্যাটিং শক্তি বাড়াবে। আমি আত্মবিশ্বাসী যে আমাদের ব্যাটসম্যানরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো খেলবে।'

আগামী ২৬ জানুয়ারি করাচীতে প্রথম টেস্ট শুরুর মাধ্যমে পাকিস্তানের ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। সফরে দুইটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।