বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

মিরাজের লড়াই নিজের সঙ্গে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:29 শুক্রবার, 22 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বেশ কয়েকদিন ধরেই নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না ডানহাতি স্পিনার মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮ সদস্যদের দলে থাকা নিয়েই সন্দেহ দেখা গিয়েছিল তাঁর। শেষ পর্যন্ত চূড়ান্ত স্কোয়াডে জায়গা পান তিনি। দলের অন্য ক্রিকেটারদের থেকে তাই নিজের সঙ্গে নিজের লড়াইটাকেই বড় করে দেখছেন মিরাজ।

প্রথম ওয়ানডেতে হিসেবি বোলিং করে ১ উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে বলতে গেলে উইন্ডিজদের স্পিনে কাবু করেছেন। বিশাল টার্ন এবং বাউন্সে ৯.৪ ওভার বল করে ২৪ রান খরচায় মিরাজের শিকার ৪ উইকেট। ফল স্বরূপ ম্যাচ সেরার পুরষ্কারও পেয়েছেন এই ডানহাতি স্পিনার।

কেননা আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিযোগিতার কোন বিকল্প নেই এটা অজানা নয় মিরাজের। ভালো না খেলতে পারলে জায়গা হারাতে হবে এটাও ভালো করে জানেন তিনি। পারফরম্যান্সের ক্ষেত্রে তাই নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতাটাই বড় করে দেখছেন মিরাজ।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করে খেলতে হবে। আমি যদি ভালো না করি তাহলে আমাকে জায়গা ছেড়ে দিতে হবে আরেকটা প্লেয়ারকে সুযোগ দিতে হবে। এখন দেখেন দলে প্রতিযোগিতা অনেক বেশি, প্রত্যেকটা ক্রিকেটারকে প্রতিযোগিতা করে খেলতে হচ্ছে। কিন্তু দিন শেষে আমার নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতাটাই বেশি।'

কার পরিবর্তে কে খেলছে কিংবা কে খেলছে না এসব নিয়ে চিন্তা করেন না মিরাজ। নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতায় তাঁর কাছে মুখ্য। যদি পারফরম্যান্স বিচারে নিজের সঙ্গে নিজেই লড়াই করে জেতেন তাহলে খুশি থাকেন তিনি।

এ প্রসঙ্গে মিরাজ আরো বলেন, 'কে বসে আছে বা খেলছে না সেটা আমি চিন্তা করি না। কিন্তু আমি সবসময়ই চেষ্টা করি যে নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতা করার জন্য। যদি নিজের সাথে নিজে জিতি তাহলে অনেক ভালো অনুভব করি এবং খুশি থাকি।'