বাংলাদেশ - ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

দেশি কোচ দিয়ে ভেটরির আক্ষেপ মেটাচ্ছেন মিরাজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:53 শুক্রবার, 22 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

২০১৯ সালে ভারত সফরের আগে বাংলাদেশের স্পিন বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন ড্যানিয়েল ভেটরি। যদিও ভারত সফরের দল নিয়ে খুব বেশি কাজ করার ‍সুযোগ হয়নি তাঁর। এরপর অবশ্য ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে মেহেদি হাসান মিরাজ-তাইজুল ইসলামদের নিয়ে কাজ করেছিলেন তিনি।

করোনার কারণে প্রায় ৯ মাস ভেটরির সঙ্গে কাজ করার সুযোগ হয়নি মিরাজ কিংবা বাংলাদেশি স্পিনারদের। করোনাকালীন দেশে ক্রিকেট ফিরলেও ভেটরির সান্নিধ্য পাননি মিরাজ। অল্প কয়েকদিনে যতটুকু শিখেছিলেন সেটুকুও যেন ভুলতে বসেছিলেন এই অফস্পিনার। তবে ভেটরিকে না পাওয়ার আক্ষেপ মিটিয়েছেন দেশি কোচ সোহেল ইসলামকে দিয়ে।

এ প্রসঙ্গে মিরাজ বলেন, ‘যেহেতু আমাদের জাতীয় ড্যানিয়েল ভেটরি ছিল, ও ভালোভাবে আমাদের সঙ্গে কাজ করতে পারেনি। করোনার সময় বা বিভিন্ন সময়ের জন্য। কিন্তু আমাদের ব্যক্তিগত যে কোচ ছিলেন সোহেল স্যার, তার সাথে আমরা সবাই কাজ করেছি। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবেও কাজ করেছি। দেশের মাটিতে যখন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ও প্রেসিডেন্টস কাপ খেলছিলাম তখন আমার বোলিংটা অত ভালো হচ্ছিল না।’

তিনি আরও বলেন, ‘আমি নিজেও অনেক হতাশ ছিলাম আমার বোলিং নিয়ে যে এত ভালো হচ্ছে না কেনো, কিভাবে করলে ভালো হবে, আমি সবসময় স্যারের সঙ্গে কথা বলেছি এবং স্যার সব সময় আমাকে নিয়ে কাজ করেছে। সে অনেক অতিরিক্ত পরিশ্রম করেছে আমার জন্য, সে জন্য আমি অনেক ধন্যবাদ দিতে চাই সোহেল স্যারকে এবং আসলে অনেক হেল্প করেছেন সোহেল ইসলাম স্যার আমার জন্য।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে খুব বেশি ভালো বোলিং করতে না পারলেও দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন মিরাজ। যেখানে মাত্র ২৫ রানে ৪ উইকেট নিয়েছেন এই স্পিনার। প্রথম ম্যাচে ভালো করতে না পারায় হতাশ হয়েছিলেন বলেও জানিয়েছেন তিনি। তবে আজকের ম্যাচে ভালো করতে পারায় বেশ খুশি মিরাজ।

এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘আমি অনেক খুশি। আজকের বোলিংটা নিয়ে খুবই ভালো লাগছে, প্রথম ম্যাচের পর আমি নিজের ভেতর একটু আপসেট ছিলাম, হতাশ ছিলাম। কিন্তু আজকে বোলিং দেখে নিজের ভেতরেই অনেক ভালো লেগেছে। বিশেষ করে সবাই অনেক সাপোর্টও করেছে। আমি অনেক খুশি আজকে আমার বোলিং নিয়ে।’