বাংলাদেশ - ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

তৃতীয় ওয়ানডেতে আসছে পরিবর্তন, জানালেন তামিম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:30 শুক্রবার, 22 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

তামিম ইকবালের হাফ সেঞ্চুরি, মেহেদি হাসান মিরাজের ক্যারিয়ার সেরা বোলিং এবং সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিলো তামিমের দল।

যে কারণে অনেকটা স্বস্তি নিয়ে শেষ ওয়ানডেতে খেলতে নামবে বাংলাদেশ। সিরিজ নিশ্চিত করায় তৃতীয় ও শেষ ম্যাচে অনুমেয়ভাবেই বেঞ্চের শক্তি বাজিয়ে দেখতে চাইবে টিম ম্যানেজম্যান্ট। শেষ ম্যাচে পরিবর্তন চান অধিনায়ক তামিমও। দ্বিতীয় ম্যাচ শেষে এমনটাই জানিয়েছেন বাঁহাতি এই ওপেনার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ নিয়ে টানা সাত ম্যাচে জয় পেলো বাংলাদেশ। সেই সঙ্গে হ্যাটট্রিক সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। প্রথম দুই ম্যাচে দলে জায়গা না পাওয়া ক্রিকেটারদের সুযোগ দেয়ার পক্ষে তামিম। তিনি মনে করেন, দলে যারা রয়েছে তাঁদের সবার সুযোগ পাওয়া উচিত। তাঁরা সবাই ভালো করতে মুখিয়ে রয়েছে। যারা সুযোগ পাবে তাঁরা ভালো করবেন বলে বিশ্বাস তাঁর।

এ প্রসঙ্গে তামিম বলেন, ‘প্রত্যেকেরই খেলার সুযোগ পাওয়া উচিত। যারা খেলার সুযোগ পায়নি তারা সবাই ভালো করতে সক্ষম। আমি নিশ্চিত তৃতীয় ওয়ানডেতে বেশ কিছু পরিবর্তন হবে। আশা করি যারা সুযোগ পাবে তারা ভালো করবে।’

ম্যাচ ফিটনেস না থাকায় প্রথম দুই ম্যাচে সুযোগ পাননি মোহাম্মদ সাইফউদ্দিন। রুবেল হোসেন, মুস্তাফিজের ভিড়ে সুযোগ হয়নি তাসকিন আহমেদের। এদিকে অভিষেকের অপেক্ষায় রয়েছেন যুব বিশ্বকাপ জয়ী পেসার শরিফুল ইসলাম। একাদশে জায়গা পেতে ক্রিকেটারদের মাঝে এমন প্রতিযোগিতা স্বস্তি দিচ্ছে অধিনায়ক তামিমকে।

এ প্রসঙ্গে তামিমের ভাষ্য, ‘একাদশের বাইরে থাকা সবাই ভালো খেলতে মুখিয়ে রয়েছে। তারা সবাই ভাল করতে চায়। তাসকিন, সাইফউদ্দিনের মতো খেলোয়াড় একাদশে জায়গা পায়নি। একাদশে জায়গা করে নেয়ার ক্ষেত্রে সবার মাঝে বেশ ভালো প্রতিযোগিতা চলছে। নাহ এটি মোটেও উদ্বেগজনক কোনো বিষয় নয়।’