বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিলেন মিরাজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:22 শুক্রবার, 22 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বেশ কয়েকদিন ধরেই নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না ডানহাতি স্পিনার মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮ সদস্যদের দলে থাকা নিয়েই তাই সন্দেহ দেখা গিয়েছিল তাঁর। শেষ পর্যন্ত চূড়ান্ত স্কোয়াডে জায়গা পান তিনি। দ্বিতীয় ওয়ানডেতে যেন সেই টিম ম্যানেজমেন্টেরই আস্থার প্রতিদান দিলেন।

মিরাজ প্রথম ওয়ানডতে হিসেবি বোলিং করে ১ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ওয়ানডেতে বলতে গেলে উইন্ডিজদের স্পিনে কাবু করেছেন। বিশাল টার্ন এবং বাউন্সে ৯.৪ ওভার বল করে ২৪ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। ফল স্বরূপ ম্যাচ সেরার পুরষ্কার পেয়েছেন এই ডান হাতি স্পিনার।

এর পিছনে টিম ম্যানেজমেন্ট এবং দলের অভিজ্ঞ ক্রিকেটারদের ভূমিকা অকপটেই স্বীকার করলেন মিরাজ। অধিনায়ক তামিম ইকবালের সমর্থনের কথাও বলতে ভোলেননি তিনি।

ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজ বলেন, 'আপনারা জানেন আমি গত ম্যাচে ভালো বল করিনি। এই ম্যাচে দারুণভাবে ঘুরে দাড়িয়েছি। এটা টিম ম্যানেজমেন্ট এবং অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে আলোচনার ফল। আমি তিন ওভার বা তার বেশি সংক্ষিপ্ত স্পেলে বোলিং করেছি।'

'রিয়াদ ভাই [মাহমুদউল্লাহ] এবং আমাদের স্পিন বোলিং কোচের সঙ্গে আলোচনা করেছি। তামিম ভাই অভিজ্ঞ লোক, আমরা বিপিএলে একসঙ্গে খেলেছি। তিনি সর্বদা আমাকে সমর্থন জুগিয়েছেন।'

দ্বিতীয় ওয়ানডতে ওয়েস্ট ইন্ডিজ দলকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। বোলিংয়ে ফর্ম ফিরে পাওয়ার পাশাপাশি ম্যাচ সেরার পুরষ্কার জেতায় দারুণ উচ্ছ্বসিত মিরাজ।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমি সত্যিই আমি খুবই খুশি। আপনারা জানেন অনেকদিন পর আমি ম্যান অব দ্যা ম্যাচের পুরষ্কার পেলাম এবং অনেকদিন পর আমরাও ওডিআই ক্রিকেট খেললাম তাই আমি খুবই খুশি।'