পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজ

'লড়াকু' পাকিস্তানকে মাঠে চান রাবাদা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:51 শুক্রবার, 22 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের পর এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলবে পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে অভিজ্ঞ দল নিয়ে মাঠে নামলেও পেরে উঠতে পারেনি পাকিস্তান। আর তাই প্রোটিয়াদের বিপক্ষে সিরিজকে সামনে ২০ সদস্যের টেস্ট স্কোয়াডে সুযোগ দেয়া হয়েছে নতুন ৯ ক্রিকেটারকে। তাই নিয়ে চলছে আলোচনা সমালোচনা। যদিও অনভিজ্ঞ প্রতিপক্ষের বিপক্ষেই কঠিন প্রতিদ্বন্দ্বীতা আশা করছেন সফরকারী পেসার কাগিসো রাবাদা।

টেস্ট সিরিজ শুরুর ঠিক আগে বিপরীত মেরুতে অবস্থান দল দুটির। শ্রীলঙ্কাকে ঘরের মাঠে টেস্ট সিরিজে ধবলধোলাই করে বেশ ফুরফুরে মেজাজেই পাকিস্তানের মাটিতে পা রেখেছে কুইন্টন ডি কক বাহিনী। অপরদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ঠিক উল্টো অভিজ্ঞতা হয়েছে পাকিস্তানের।

সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা যেখানে নিজেদের দেশের স্কোয়াড নিয়ে হতাশ, ঠিক সেখানেই স্বাগতিকদের কাছে শক্ত প্রতিদ্বন্দ্বীতার আশা রাবাদার। যদিও ফলাফল নিজেদের পক্ষে আনা সহজ না জানেন তিনি। দলকে নিয়ে জয়ের কক্ষপথেই থাকার বিষয়ে আশাবাদী এই পেসার।

এই প্রসঙ্গে রাবাদা বলেন, 'আমি আশা করি পাকিস্তান শক্ত প্রতিদ্বন্দ্বীতা গড়ে তুলবে। তাদের ভালো কিছু খেলোয়াড় রয়েছে। এটা খুব সহজ হবে না। যদিও এটি এমন একটি টেস্ট সিরিজ যা আমাদেরই জেতা উচিত। ব্যাগে ট্রফি নিয়ে বাড়ি ফিরতে আমার খুব ভালো লাগবে।'

দক্ষিণ আফ্রিকা দলের কোন সদস্যের পাকিস্তানের মাটিতে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। যদিও শ্রীলঙ্কাকে হারানোর আত্মবিশ্বাস তাদের কাজে দেবে বলে আশাবাদী রাবাদা। আর এই সিরিজ জিতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালের লড়াইয়ে টিকে থাকার লক্ষ্য এই ডানহাতির।

রাবাদা আরও যোগ করেন, 'এটি (সিরিজ জয়) আমাদের কাছে সবকিছু। সদ্যই আমরা শ্রীলঙ্কাকে হারিয়ে এসেছি এবং দলের ছেলেরা আত্মবিশ্বাস পেয়েছে সেখান থেকে। এটি আমাদের প্রথম পাকিস্তান সফর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে উপরের অবস্থানে পৌঁছাতে এই জয় ভূমিকা রাখবে। একই সঙ্গে আরো বেশি আত্মবিশ্বাস পাওয়া যাবে। কারণ দল হিসেবে নিজেদের সামর্থ্য আমরা জানি। আমাদের আবারো এটি বিশ্বের সামনে তুলে ধরতে হবে এবং ভিত্তি গড়ে তুলতে হবে।'

টেস্টে রাবাদা নামের পাশে ৪৩ ম্যাচে যোগ করেছেন ১৯৭ উইকেট। এছাড়াও ৭৫ ওয়ানডে থেকে ১১৭ ও ২৪ টি-টোয়েন্টি খেলে ৩০ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। আগামী ২৬ জানুয়ারি করাচীতে প্রথম টেস্ট শুরুর মাধ্যমে পাকিস্তানের ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। সফরে দুইটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।