পিএসএল

অবসরের আগেই বোলিং পরামর্শক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:41 বৃহস্পতিবার, 21 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইনজুরি রীতিমত কাল হয়ে দাঁড়িয়েছে রুম্মান রাইসের ক্রিকেট ক্যারিয়ারে। ইনজুরির কারণে ২০২১/২১ মৌসুমে ঘরোয়া ক্রিকেট থেকে ছিটকে গেছেন বাঁহাতি এই পেসার। শুধু তাই নয়, দল হারাতে হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসর থেকে।

ইনজুরির কারণে ক্রিকেটার হিসেবে সুযোগ না হলেও বোলিং পরামর্শক হিসেব দায়িত্ব পেয়েছেন তিনি। এখনও অবসর না নিলেও তাঁকে বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

ইসলামাবাদের সঙ্গে তাঁর সম্পর্কটা বেশ পুরোনো। এর আগে পাঁচ মৌসুমে দলটির হয়ে খেলেছেন রুম্মান। পাঁচ ‍মৌসুমে ৩০ এর অধিক ম্যাচ খেলেছেন তিনি। শুধু তাই নয়, দলটির অধিনায়কের দায়িত্ব পালন করতেও দেখা গেছে তাঁকে। 

ইসলামাবাদের হয়ে দুইবার শিরোপাও জিতেছেন তিনি। এবার দেখা যাবে দলটির বোলিং পরামর্শক হিসেবে। জোহান বোথার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন রুম্মান। দলটির দায়িত্ব পেয়ে বোথা এবং ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। 

এ প্রসঙ্গে রুম্মান বলেন, ‘এটা অন্তত সম্মানের বিষয় যে জোহান এবং ইউনাইটেড আমাকে এই ভূমিকার জন্য বেছে নিয়েছে। এই সুযোগটি দেয়ার জন্য আলী নাকভিকেও ধন্যবাদ জানাই।

২০১৮ সালের পর পাকিস্তানের জার্সিতে আর খেলতে দেখা যায়নি বাঁহাতি এই পেসারকে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৯টি ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে ওয়ানডেতে ১৪ এবং টি-টোয়েন্টিতে নিয়েছেন ৮ উইকেট।