শ্রীলঙ্কা- ইংল্যান্ড সিরিজ

বাদ পড়লেন মেন্ডিস, ছিটকে গেলেন করুনারত্নে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:56 মঙ্গলবার, 19 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কা দলের নিয়মিত অধিনায়ক দিমুথ করুনারত্নে এবং দল থেকে বাদ পড়েছেন ডানহাতি ব্যাটসম্যান কুশল মেন্ডিস । ইতোমধ্যেই তাদেরকে স্কোয়াড এবং জৈব সুরক্ষা বলয় থেকে ছেড়ে দেয়া হয়েছে। এছাড়াও আরো তিন ক্রিকেটারকে স্কোয়াড থেকে ছেড়ে দেয়া হবে।

যদিও করুনারত্নে এবং মেন্ডিসের দল থেকে ছিটকে যাওয়ার কারণ এক নয়। গত দক্ষিণ আফ্রিকা সফরে আঙ্গুলের চোটে পড়েছিলেন করুনারত্নে। সেই চোট তেকে তিনি এখনো সেরে উঠতে পারেননি। তাই তাকে পুরো সিরিজেই বিশ্রাম দেয়া হয়েছে।

এদিকে মেন্ডিস অনেকদিন ধরেই দলটির হয়ে ভালো ফর্মে নেই। সর্বশেষ ৫ ইনিংসে তিনি ৪ বার শূন্য রানে আউট হয়েছেন। আর এক ইনিংসে তিনি করেছেন মাত্র ১৫ রান। তাই দল থেকে তার বাদ পড়া অনুমেয়ই ছিল। তার পরিবর্তে দলে অন্তভূক্ত হয়েছেন রোশান সিলভা।

এছাড়াও শ্রীলঙ্কা দল থেকে আরো বাদ দেয়া হয়েছে পেসার লাহিরু কুমারা, নুয়াদ প্রদীপ এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান মিনুদ ভানুকাকে। ইনজুরি কাটিয়ে দ্বিতীয় টেস্টের দলে ফিরতে পারেন সুরাঙ্গা লাকমল। তাই এই বাড়তি পেস বোলারদের দল থেকে বাদ দিয়েছে লঙ্কান টিম ম্যানেজমেন্ট।

এমনিতেই এই দুজন পেস বোলার ছাড়া শ্রীলঙ্কা দলে রয়েছেন আসিথা ফারনান্দো, বিশ্ব ফারনান্দো এবং দুশমান্থা চামারার মত পেস বোলাররা। যদিও আসিথার প্রথম টেস্টেই অভিষেক ঘটে। কিন্তু শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্টে স্পিনিং উইকেটের সুবিধা নিতে দ্বিতীয় টেস্টের সেরা একাদশে একজন পেসার খেলাতে পারে।

স্পিনার খেলবেন মোট তিনজন। ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী শুক্রবার (২২ জানুয়ারি)। খেলাটি অনুষ্ঠিত হবে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম টেস্টে ৭ উইকেটের হেরে সিরিজে ১-০ তে পিছিয়ে আছে স্বাগতিকরা।