টেস্ট র‍্যাঙ্কিং

একেও ভারত, দুইয়েও ভারত!

ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট

ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট
প্রকাশের তারিখ: 16:33 মঙ্গলবার, 19 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্বকাপ না জিততে পারলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অভিযানটা একেবারে চ্যাম্পিয়নের মতোই শুরু করেছিলো ভারত। মাঝে জায়গা হারিয়েছিলো তারা। অবশেষে ব্রিসবেনে ইতিহাস তৈরী করে অস্ট্রেলিয়াকে হারিয়ে ৪৩০ পয়েন্ট নিয়ে আবারো তারা উঠে এসেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলের শীর্ষে।

ভারতকে শীর্ষে জায়গা করে দিতে জায়গা ছাড়তে হয়েছে নিউজিল্যান্ডকে। তারা দ্বিতীয় অবস্থানে রয়েছেন ৪২০ পয়েন্ট নিয়ে। আর অজিদের অবস্থান তৃতীয়। গ্যাবার দূর্গ জয়ের পরেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে টেস্ট চ্যাম্পিয়নশীপে ভারতের শীর্ষস্থান পুনরুদ্ধারের সংবাদ টুইটারের মাধ্যমে জানানো হয়।

আইসিসি তাদের টুইট বার্তায় বলেছে, 'শীর্ষে ভারত। ব্রিসবেনের কঠিন লড়াইয়ে জিতে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের শীর্ষস্থান দখল করেছে ভারত। অস্ট্রেলিয়া পিছিয়ে ৩য় স্থানে নেমে গিয়েছে।'

অস্ট্রেলিয়ার মাটি থেকে বোর্ডার গাভাস্কার ট্রফি জয়ের সঙ্গে আইসিসির টেস্ট র‌্যাঙ্কিং এর দ্বিতীয় স্থানও ছিনিয়ে নিয়েছে করেছে ভারত। এই সংবাদও আইসিসি তাদের টুইট বরাতে জানিয়েছে।

ভারত ১১৭.৬৫ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। ভগ্নাংশের ব্যবধানে ১১৮.৪৪ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড ধরে রেখেছে র‍্যাঙ্কিয়ের শীর্ষস্থান। এই তালিকার তৃতীয় স্থানেও অস্ট্রেলিয়ার অবস্থান।

ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অল আউট হয়েছিল ৩৬৯ রান করে। জবাবে খেলতে নেমে ৩৩৬ রানে থামে ভারতের ইনিংস। ৩৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া যোগ করে আরও ২৯৪ রান। এরপর ৩২৮ রানের লক্ষ্য পেতে ৭ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌছে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত।