ভারত-অস্ট্রেলিয়া সিরিজ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ৫ কোটি রুপি পুরস্কার পাচ্ছেন রাহানেরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:02 মঙ্গলবার, 19 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

কার্যত রিজার্ভ দল নিয়েই ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে ভারত। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির অনুপস্থিতিতে আজিঙ্কা রাহানের চৌকশ নেতৃত্বে এমন জয়ে ভারতীয়দের উল্লাসের অন্ত নেই।

এমন জয়ের পর বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি ভারতীয় দলের জন্য ৫ কোটি রুপি পুরষ্কার ঘোষণা করেছেন। এক টুইট বার্তায় তিনি দলকে অভিনন্দনও জানিয়েছেন।

ভারতের জয়ের পরেই সৌরভ টুইট করে বলেন, 'দুরন্ত স্মরণীয় জয়। অস্ট্রেলিয়ায় গিয়ে এভাবে সিরিজ জয় দেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বিসিসিআইয়ের পক্ষ থেকে ৫ কোটি টাকা বোনাস ঘোষণা করা হচ্ছে। তবে এই জয়ের মূল্য অপরিসীম। সফরকারী দলের প্রত্যেকে দারুণ খেলেছ।'

ব্রিসবেন টেস্ট জয়ের পর ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত। ফলে বোর্ডার-গাভাস্কার ট্রফি থাকছে ভারতের হাতেই। এর আগে অ্যাডিলেডে শোচনীয় হারের পর মেলবোর্নে জয়ের খাতা- খুলেছিল ভারতীয়রা।

এরপর মেলবোর্নে জিতে সিরিজে ১-১ সমতা ফেরায় ভারত। দুই দলের মধ্যকার সিডনি টেস্ট ড্র হলে সিরিজের ফলাফল নির্ধারণী ম্যাচ হয়ে দাঁড়ায় ব্রিসবেন টেস্ট। এই টেস্ট জিতেই ইতিহাস গড়েছে ভারত। এর মধ্যে দিয়ে ৩২ বছর পর ব্রিসবেনের মাটিতে অজিদের হারের স্বাদ দিল ভারত।

বিসিসিআইয়ের সদস্য সচিব জয় শাহও আরেক টুইট বার্তায় ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, 'এই জয় ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বিশেষ মুহূর্ত এনে দিয়েছে। চরিত্রের পাশাপাশি স্কিলের চরম পরীক্ষা দিতে হয়েছে। বোর্ড ৫ কোটি টাকা বোনাস ঘোষণা করেছে।'